বুধবার, ১৬ Jul ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরে বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিবের বহিষ্কারের দাবীতে বিক্ষোভ

 

মো: আবু সালেহ, গাজীপুর:

গাজীপুর সদর উপজেলার নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা।

আজ সোমবার (১৬ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের “জেসন গেইট” এলাকায় এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় কয়েক শতাধিক নেতাকর্মী এতে অংশ নেয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। বিক্ষোভ মিছিলে আরও অংশ নেয় অত্র উপজেলার সাবেক দপ্তর সম্পাদক আবু সায়েম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মাস্টার, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজহার মণ্ডল, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নাজমুল হক মুকুল, সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমান আলী মণ্ডল এবং ভাওয়ালগড় ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাপ সাইজী প্রমুখ।

এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল পরিমাণে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নবগঠিত কমিটির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক গত ১৭ বছর ধরে আওয়ামী লীগপন্থী রাজনীতি করেছেন। তারা আরো বলেন, তিনি ভারতে থেকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে ‘নৌকা’কে সরাসরি সমর্থন জানিয়ে শপথ নিয়েছেন এবং দেশে ফিরে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজিতে জড়িয়েছেন। এমনকি অনুসন্ধানী একটি পত্রিকার সাংবাদিককে অপহরণের অভিযোগও তোলেন বক্তারা।

এসময় বক্তারা আরো দাবি করেন, “এই অনিয়মিত ও বিতর্কিত ব্যক্তিকে কমিটিতে রাখা বিএনপির আদর্শ ও আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে। তাকে দ্রুত বহিষ্কার করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকে সদস্য সচিব করতে হবে, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিচ্ছি।”

গাজীপুর জেলা বিএনপির সাবেক কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা কমিটির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিককে সদ্যঘোষিত কমিটিতে সদস্য সচিব করায় এই বিক্ষোভ হয়েছে বলে জানানো হয়। বিক্ষোভ শেষে নেতাকর্মীরা কমিটি পুনর্গঠনের দাবি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩