বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শ্রম বিষয়ক মিডিয়া পুরষ্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে গণ সংবর্ধনা শিবগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন জান্নাতি হত্যা মামলা: মুখোশধারীদের হুমকিতে আইনজীবী আতঙ্কে কুড়িগ্রাম উলিপুরে মসজিদের জায়গা নিয়ে বিরোধ: বৈঠকে সংঘর্ষ, থানায় মামলা ইবির উন্নয়ন অধ্যয়ন বিভাগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত কৃষ্ণচূড়া ফুলে সাজানো মাভাবিপ্রবি ক্যাম্পাস লালমনিরহাটে গৃহবধূর আত্মহত্যা: অসুস্থতা ও আর্থিক সংকটই কারণ বলে ধারণা ভালুকার পাঁচ তরুণের মানবিক উদ্যোগে গাজায় খাবার পেল ২০০ জন মানুষ চৌদ্দ হাত জায়গায় বসত মিলেনি খোদেজার,থাকেন অন্যের বাড়িতে চৌদ্দগ্রামে মহাসড়কে পাশ থেকে লাশ উদ্ধার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে বাতিল হচ্ছে আগের ৯টি ধারা ও ৯০ শতাংশ মামলা’’ শাহজাদপুরে পানির মধ্যে দাঁড়িয়ে সোনাই নদী খননের দাবি কৃষক ও জেলেদের ঐতিহাসিক মহাস্থান মাজার সংলগ্ন বসতি এলাকায় যৌথবাহিনির অভিযান নাটোরের সিংড়ায় চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন ফকিরাপুলে সিটিজি ক্রাইম টিভির, নতুন হেড অফিস উদ্বোধন করেন আজগর আলী মানিক

কুড়িগ্রাম উলিপুরে মসজিদের জায়গা নিয়ে বিরোধ: বৈঠকে সংঘর্ষ, থানায় মামলা

মোঃ মশিউর রহমান বিপুল ,কুড়িগ্রাম:

 

কুড়িগ্রামের উলিপুরে মসজিদের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে।

সম্প্রতি বিরোধ মীমাংসার উদ্দেশ্যে আয়োজিত এক বৈঠকে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাঁধে, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হয় একাধিক ব্যক্তি।

থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সচেতন মহল মনে করেন, মসজিদের জমি নিয়ে এ বিরোধ শান্তিপুর্ণ সমাধান না হলে ওই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতীর আরও অবনতি ঘটাতে পারে।

স্থানীয় বাসিন্দাদের মতে, ১৯৮০ সালে স্থানীয়দের দান ও সহযোগীতায় উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা দালালপাড়া জামে মসজিদের নামে ১ একর ২৫ শতক জমি ক্রয় করা হয়।

দলিলে ওই পরিমাণ জমির উল্লেখ থাকলেও ভুল ক্রমে ৪ টি দাগ নম্বর না লিখে ৩টি দাগ নম্বর লিখা হয়। পরবর্তীতে মসজিদের নামে ৯৪ শতক জমি রেকর্ড হওয়ার কথা এলাকায় প্রকাশ হলে বাকি ৩১ শতক জমি মনছুর ব্যাপারী ও এনামুল হক গং এর দখলে আছে বলে দাবী ওঠে।

উক্ত জমি মসজিদে ফিরিয়ে দেয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছে মসজিদ কমিটি। এ সংক্রান্ত একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে ফলপ্রসু কোনো সমাধান হয়নি।

উল্টো ওই বৈঠক গুলোর কারণে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ তুঙ্গে ওঠে। সর্বশেষ গত শনিবার মসজিদের জমি সংক্রান্ত বৈঠকে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন গত শনিবার পূর্ব সিদ্ধান্ত মোতাবেক হোকডাঙ্গা দালালপাড়া জামে মসজিদের সামনে সালিশ বৈঠকে বসে উভয় পক্ষ। ওই বৈঠকে আলোচনা চলাকালে তর্ক বিতর্কের একপর্যায়ে জমি ভোগদখলকারী পক্ষ মসজিদ কমিটির লোকজনের উপর হামলা চালায়।

ওই হামলায় নুর আলম (৫০) সহ কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নুর আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় নুর আলমের ছেলে রাশেদুল ইসলাম বাদী হয়ে আতিকুল, আব্দুল্লাহ আল মামুন সহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনাম ১০/১১ জনকে আসামী করে উলিপুর থানায় একটি মামলা দায়ের করে। যার নং ৪ তারিখ : ০৫/০৫/২০২৫। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান সত্যতা নিশ্চিত করেন জানান, আসামী গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩