বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক মফিজুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে।
নিহত মফিজুল বারাকান্দি বাঁশতলা গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছেলে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
কামারখন্দ থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জনপদ সংবাদকে জানান, মঙ্গলবার দুপুরের দিকে নিজের বাড়ির উঠানে ইলেকট্রিক মেশিন দিয়ে ধান মাড়াই করছিল কৃষক মফিজুল।
এ সময় মেশিনের বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্টে সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তার লাশ বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩