সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ):

ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেইনগেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও উক্ত বিশ্ববিদ্যালয়ের ‘ইথিকস ক্লাব’ এর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মানববন্ধনের সমন্বয়ক মু. মাহফুজুর রহমান, ইথিকস ক্লাবের সহসভাপতি নুশরাত জাহান বুশরা, সাংগঠনিক সম্পাদক তারেক খান প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, ফিলিস্তিনেএই নির্মম হত্যাযজ্ঞের শিকার শুধুই মানুষ নয়—শিকার হয়েছে স্বপ্ন, শিকার হয়েছে স্বাধীনতার অধিকার, এবং সর্বোপরি, শিকার হয়েছে মানবতা। প্রতিদিন শত শত শিশু হত্যা করা হচ্ছে। মায়ের কোল খালি হচ্ছে, বাবার কাঁধে উঠছে লাশের বোঝা। হাসপাতালগুলো বিধ্বস্ত, খাদ্য ও ওষুধের সংকট তীব্র। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানএবং অনতিবিলম্বে গণহত্যা বন্ধ করতে বলেন।
বক্তাগণ বলেন, মুসলমানদের ইসলামের নীতিমালা অনুযায়ী সংগ্রাম করে যেতে হবে। ফিলিস্তিনের বিজয় অনিবার্য।

বক্তাগণ ফিলিস্তিনে হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ প্রয়োগ, ফিলিস্তিনে ইসরায়েল কতৃক মানবতা বিরোধী অপরাধের বিচার, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য শক্ত অবস্থান নেয়া, ইসরায়েলকে সহায়তাকারীদের পণ্য বয়কট করা, ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস নিয়ে গবেষণার আহবান জানান।

মানববন্ধনে আর উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আখতার আহমেদ, আইন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোস্তফা মাহমুদ হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩