বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উন্মুক্ত কুরআন বিতরণ নাসিরনগরে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেইন আমতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জয়মনির পশুর নদী থেকে অজ্ঞতা অর্ধগলিত লাশ উদ্ধার দুমকিতে আলোচিত কলেজছাত্রী ধর্ষণ মামলায় ৩ আসামীর কারাদণ্ড নজরুল বিশ্ববিদ্যালয়ে সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের নতুন কমিটি গঠন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটা, তালাক ও আরেক পুরুষের সঙ্গে বিয়ে মুন্সিগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে মাথায় পিটুনিতে যুবক নিহত কর্পোরেট দুনিয়ায় প্রবেশের প্রস্তুতি নিয়ে কুবিতে আয়োজন আমরা প্রভাব বিস্তারের রাজনীতিতে বিশ্বাসী নই- প্রেসিডিয়াম সদস্য কাজী মো: নাহিদ জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় বাউফলে সচেতনতামূলক সভা ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় জগন্নাথে শোক সভা জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ববিতে বোটানির ছাত্র ইমনের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তা ও উত্যক্তের অভিযোগ

গাজা যুদ্ধবিরতি, বাইডেনকে কটাক্ষ করে যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরের দিনই সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি এবং গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার অক্ষমতাকে কটাক্ষ করেন তিনি।

গাজা যুদ্ধবিরতি কার্যকর প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘বাইডেন এটি করতে পারেননি। আর আমি যদি কোনো সময়সীমা আরোপ না করতাম, এটি কখনোই সম্ভব হতো না’।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বন্দিরা (ইসরাইলি বন্দি) একে একে ফিরতে শুরু করেছে। আমি যদি এখানে (হোয়াইট হাউসে) না ফিরতাম, তারা আর কখনোই ফিরে আসত না… তারা সবাই মারা যেত’।

ট্রাম্প ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার জন্য বাইডেন প্রশাসনের ‘দুর্বলতাকে’ই দায়ী করেন। তিনি বলেন, ‘৭ অক্টোবরের ঘটনা কখনোই ঘটতে দেওয়া উচিত ছিল না। কেউ মারা যেত না। কিন্তু তাদের (বাইডেন প্রশাসন) দুর্বলতার কারণেই এটি ঘটেছে এবং এটি একটি বিপর্যয়…, ছয় মাস আগে আরও ১১ জন জীবিত বন্দি থাকত’।

এ সময় মধ্যপ্রাচ্য পরিদর্শনের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ভাবছি। তবে সেটা এখনই নয়’।

এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ছয় সপ্তাহের প্রথম ধাপটি গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। যা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসন বন্ধ করেছে।

তিন ধাপের এই চুক্তিতে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি নিশ্চিত করার উদ্দেশ্যে গাজা থেকে ইসরাইলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় অব্যাহত আগ্রাসন চালিয়ে ৪৭,০০০ এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। অন্যদিকে হামাসের ওই হামলায় ইসরাইলে প্রায় ১,২০০ জন নিহত হয়েছিল বলে দাবি করে ইসরাইলি সরকার।

জবাবে ১৫ মাস ধরে চালানো অব্যাহত ইসরাইলি আক্রমণে পুরো গাজা উপত্যকা রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপকূলীয় এই অঞ্চলের অর্ধেকের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাবার এবং বিশুদ্ধ পানির চরম অভাবে তারা চরম মানবিক সংকটে ভুগছে।

ট্রাম্প এ সময় বোল্টন ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ইরাক আক্রমণের জন্য প্ররোচিত করার অভিযোগ তোলেন।

ট্রাম্প বলেন, ‘বোল্টন এবং চেনির মতো কয়েকজন বুশকে বোঝানোর মাধ্যমে আমাদের মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিয়েছিল’। এ সময় তিনি বোল্টনকে ‘বোকা লোক’ এবং ‘যুদ্ধপ্রিয় ব্যক্তি’ বলে অভিহিত করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সেই সময়‍ আমরা মধ্যপ্রাচ্য ধ্বংস করলাম এবং চলে এলাম। এর থেকে আমরা কিছুই পাইনি। শুধু অনেক মৃত্যুর ঘটনা ছাড়া’। সূত্র: আনাদোলু

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩