সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাদা দলের দোয়া মাহফিল মদ, গাঁজা ও ব্যবহৃত বিছানাপত্রসহ র‍্যাগ জোন জব্দ, প্রশাসনের হস্তক্ষেপে সিলগালা প্রচণ্ড শীতে কাঁপছে সন্ধ্যা নদীর ভাসমান ‘মানতা’ জেলেরা ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শেরপুরের তিন সীমান্তাঞ্চলে জেঁকে বসেছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা নলছিটিতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়া মাহফিল শাহজাদপুরে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ডিমলায় অবৈধ বালু উত্তোলন, ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা কালাইয়ে ডাকাতি ও হত্যাচেষ্টার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অভিযান : তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত পৌনে ১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু ডিমলায় অবৈধ বালু উত্তোলন ও সরকারি জমি দখলের বিরুদ্ধে একযোগে অভিযান জয়মনিতে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ল বাঘ ঈদগাঁওতে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ সুন্দরবনে রিসোর্ট মালিকসহ তিন পর্যটককে অপহরণ, মুক্তিপণ দাবি শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সম্পাদনায় আসছে ওসমান হাদিকে নিয়ে স্মৃতিস্মারক গ্রন্থ

চুরি করা গরু দিয়ে বিএনপি নেতার ভূরিভোজ, অত:পর পুলিশের হাতে গ্রেফতার

জামালপুরের মাদারগঞ্জ এক বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী-সমর্থকদের ভূরিভোজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গরুর চামড়া জব্দসহ জড়িত এক যুবদল কর্মী ও কসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতার নাম মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী। তিনি আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গ্রেপ্তার সুমন মিয়া ইউনিয়ন যুবদল কর্মী ও কসাইর নাম বজলু প্রামাণিক।

শনিবার (১১ জানুয়ারি) উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জোনাইল রাইসিয়া ছাহাতরু বালিকা দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে।
ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামে ভূরিভোজের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি।

অভিযোগ উঠেছে, ভোজের বিরিয়ানি রান্নার জন্য গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার জোড়খালী ইউনিয়নের খামারমাগুড়া গ্রামের কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে ওই ভূরিভোজ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীসহ ১২ জনের নামে ও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।

চুরি হওয়া গরুর মালিক কৃষক এফাজ মণ্ডল অভিযোগ করে বলেন, গতকাল শুক্রবার রাতে গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি।
মধ্য রাতে ঘুম ভেঙে গেলে দেখতে পাই গোয়ালঘরের দরজা খোলা ও ভেতরে থাকা ৮০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু নেই। পরে ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে ও বিভিন্ন জায়গায় গরুর খোঁজ করতে থাকি।
এক পর্যায়ে আজ শনিবার ভোরে পাশের দক্ষিণ কয়ড়া গ্রামের বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে ভূরিভোজের জন্য যে গরুটি জবাই করা হয়েছে সেটি তার বলে নিশ্চিত হই।

এঘটনার পর প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ একই এলাকার কসাই বজলু প্রামাণিককে হাতেনাতে ধরে ফেলেন কৃষক এফাজ মণ্ডল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন,অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমি কসাই বজলু প্রামাণিকের কাছে ৬০ কেজি মাংস চাইলে তিনি তার কাছে থাকা গরু আমার বাড়িতে এনে জবাই করে আমাকে মাংস মেপে দেন।
কসাই সেটি চুরি করে এনেছে নাকি কিনে এনেছে সেটি আমার দেখার বিষয় না। আমি রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের শিকার।
আমাকে হেয় করতে একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে।

এবিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড: মঞ্জুর কাদের খান বাবুল জানান, প্রাথমিকভাবে অভিযুক্ত মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সে সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না সেই কারণ জানতে চাওয়া হয়েছে। দলের কেউ অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান সাঈদ বলেন, গতকাল রাতে আমাদের কাছে সংবাদ আসে যে, কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে গরু চুরি হয়েছে, যার মূল্য ৮০ হাজার টাকা। তারা খোঁজাখুঁজির এক পর্যায়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনকে গ্রেপ্তার করে এবং চামড়া জব্দ করে নিয়ে আসে

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩