বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার, আত্মহত্যার পথ বেঁচে নিলেন কলেজ শিক্ষার্থী আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম মাভাবিপ্রবির ফরহাদ হোসেন পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান: সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা ভবন নির্মাণে বারবার বাধা, দ্রুত কাজ শুরুর দাবিতে গণিত বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ বর্তমান জাবি প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে: অধ্যাপক ড. গোলাম রব্বানী দেশ গড়তে জুলাই পদযাত্রায় গাইবান্ধায় এনসিপির নেতৃবৃন্দ নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচি ‎চালের অস্বাভাবিক মূল্য বাড়ায় বরিশালে মানববন্ধন শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২ মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সংখ্যালঘু নারীর বাড়িতে ছুটে গেলেন সাবেক এমপি “কায়কোবাদ” কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং দুমকীতে বীর মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি বেরোবিতে হঠাৎ বাড়ল সেমিস্টার ফি, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও স্মারকলিপি প্রদান

চুরি করা গরু দিয়ে বিএনপি নেতার ভূরিভোজ, অত:পর পুলিশের হাতে গ্রেফতার

জামালপুরের মাদারগঞ্জ এক বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী-সমর্থকদের ভূরিভোজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গরুর চামড়া জব্দসহ জড়িত এক যুবদল কর্মী ও কসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতার নাম মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী। তিনি আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গ্রেপ্তার সুমন মিয়া ইউনিয়ন যুবদল কর্মী ও কসাইর নাম বজলু প্রামাণিক।

শনিবার (১১ জানুয়ারি) উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জোনাইল রাইসিয়া ছাহাতরু বালিকা দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে।
ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামে ভূরিভোজের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি।

অভিযোগ উঠেছে, ভোজের বিরিয়ানি রান্নার জন্য গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার জোড়খালী ইউনিয়নের খামারমাগুড়া গ্রামের কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে ওই ভূরিভোজ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীসহ ১২ জনের নামে ও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।

চুরি হওয়া গরুর মালিক কৃষক এফাজ মণ্ডল অভিযোগ করে বলেন, গতকাল শুক্রবার রাতে গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি।
মধ্য রাতে ঘুম ভেঙে গেলে দেখতে পাই গোয়ালঘরের দরজা খোলা ও ভেতরে থাকা ৮০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু নেই। পরে ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে ও বিভিন্ন জায়গায় গরুর খোঁজ করতে থাকি।
এক পর্যায়ে আজ শনিবার ভোরে পাশের দক্ষিণ কয়ড়া গ্রামের বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে ভূরিভোজের জন্য যে গরুটি জবাই করা হয়েছে সেটি তার বলে নিশ্চিত হই।

এঘটনার পর প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ একই এলাকার কসাই বজলু প্রামাণিককে হাতেনাতে ধরে ফেলেন কৃষক এফাজ মণ্ডল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন,অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমি কসাই বজলু প্রামাণিকের কাছে ৬০ কেজি মাংস চাইলে তিনি তার কাছে থাকা গরু আমার বাড়িতে এনে জবাই করে আমাকে মাংস মেপে দেন।
কসাই সেটি চুরি করে এনেছে নাকি কিনে এনেছে সেটি আমার দেখার বিষয় না। আমি রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের শিকার।
আমাকে হেয় করতে একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে।

এবিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড: মঞ্জুর কাদের খান বাবুল জানান, প্রাথমিকভাবে অভিযুক্ত মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সে সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না সেই কারণ জানতে চাওয়া হয়েছে। দলের কেউ অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান সাঈদ বলেন, গতকাল রাতে আমাদের কাছে সংবাদ আসে যে, কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে গরু চুরি হয়েছে, যার মূল্য ৮০ হাজার টাকা। তারা খোঁজাখুঁজির এক পর্যায়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনকে গ্রেপ্তার করে এবং চামড়া জব্দ করে নিয়ে আসে

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩