বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
রাস্তা কেটে চাষাবাদ, চলাচলে দুর্ভোগ ‘দিনের ভোট রাতে’ করার অভিযোগ অনুসন্ধানে নামছে দুদক গাজা যুদ্ধবিরতি, বাইডেনকে কটাক্ষ করে যা বললেন ট্রাম্প ১০ লাখ টন চাল-গম আমদানি করছে সরকার: খাদ্য উপদেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই : আমির খসরু সাত দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার : আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজ নামে ডিজিটাল মুদ্রা চালু ট্রাম্পের, অভিষেকের আগেই বাজিমাত পাকিস্তানে একাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে: ইমরান খান সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল মাদ্রাসার ছাত্রদের মরদেহ সাবেক ৩ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদ ক্রোকের নির্দেশ সাইফের ওপর হামলা: গ্রেফতার সন্দেহভাজন যুবক বাংলাদেশি নয়

“ক্যালিফোর্নিয়ার দাবানল গাজায় ইসরাইলি বর্বরতার স্মারক” ইরানের ভাইস প্রেসিডেন্ট জাওয়াদ জারিফ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞকে গাজার ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি একে ইসরাইলের ‘বর্বরতার’ ফল বলে উল্লেখ করেছেন।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া একটি পোস্টে এ কথা বলেন। একই সঙ্গে তিনি ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি সহানুভূতিও প্রকাশ করেন।

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার দাবানল গাজার পরিস্থিতির প্রতিফলন উল্লেখ করে জারিফ লিখেছেন, ‘ক্যালিফোর্নিয়ার মর্মান্তিক দৃশ্য গাজায় বিধ্বস্ত ঘরবাড়ি, স্কুল এবং হাসপাতালের স্মৃতি জাগিয়ে তুলছে’।

জাওয়াদ জারিফ আরও বলেন, ‘প্রকৃতির প্রলয়ের কারণে সবকিছু হারানো ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি সহানুভূতি প্রকাশ করাই মানবিকতা। বিশেষ করে যখন সেখানকার অনেকেই গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন, ইসরাইলের বর্বরতায় যারা সবকিছু হারিয়েছেন’।

ক্যালিফোর্নিয়ার দাবানলের ক্ষয়ক্ষতি

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত মঙ্গলবার থেকে দাবানল ছড়িয়ে পড়ে। যা হাজার হাজার একর জমি এবং অসংখ্য ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া প্রায় ১,৮০,০০০ মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে এবং আরও ২,০০,০০০ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গাজার পরিস্থিতি এবং ইসরাইলি আগ্রাসন

জারিফের এই বক্তব্যটি এমন সময়ে এসেছে, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে ৪৬ হাজারেরও ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ১০ হাজার মানুষ।

ইসরাইল তার আক্রমণ চালায় মূলত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের একটি আকস্মিক অভিযানের প্রতিক্রিয়ায়। হামাস সেই অভিযানটি পরিচালনা করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের ধারাবাহিক ও বাড়তে থাকা সহিংসতার প্রতিবাদ হিসেবে।

গাজায় ইসরাইলের এই আগ্রাসনে আমেরিকা তাদের প্রধান মিত্র এবং অস্ত্র সরবরাহকারী। শক্তিধর দেশটি একাধিকবার গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে। পাশাপাশি তারা ইসরাইলকে গোয়েন্দা, আর্থিক এবং সামরিক সহায়তা অব্যাহত রেখেছে।

জো বাইডেনের বিদায়ী প্রশাসন গত শুক্রবারও ইসরাইলের জন্য ৮ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির পরিকল্পনার ঘোষণা দিয়েছে। যা গাজার ওপর দমন অভিযান ও আগ্রাসনে সহায়তার অংশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩