বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

“ক্যালিফোর্নিয়ার দাবানল গাজায় ইসরাইলি বর্বরতার স্মারক” ইরানের ভাইস প্রেসিডেন্ট জাওয়াদ জারিফ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞকে গাজার ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি একে ইসরাইলের ‘বর্বরতার’ ফল বলে উল্লেখ করেছেন।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া একটি পোস্টে এ কথা বলেন। একই সঙ্গে তিনি ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি সহানুভূতিও প্রকাশ করেন।

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার দাবানল গাজার পরিস্থিতির প্রতিফলন উল্লেখ করে জারিফ লিখেছেন, ‘ক্যালিফোর্নিয়ার মর্মান্তিক দৃশ্য গাজায় বিধ্বস্ত ঘরবাড়ি, স্কুল এবং হাসপাতালের স্মৃতি জাগিয়ে তুলছে’।

জাওয়াদ জারিফ আরও বলেন, ‘প্রকৃতির প্রলয়ের কারণে সবকিছু হারানো ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি সহানুভূতি প্রকাশ করাই মানবিকতা। বিশেষ করে যখন সেখানকার অনেকেই গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন, ইসরাইলের বর্বরতায় যারা সবকিছু হারিয়েছেন’।

ক্যালিফোর্নিয়ার দাবানলের ক্ষয়ক্ষতি

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত মঙ্গলবার থেকে দাবানল ছড়িয়ে পড়ে। যা হাজার হাজার একর জমি এবং অসংখ্য ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া প্রায় ১,৮০,০০০ মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে এবং আরও ২,০০,০০০ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গাজার পরিস্থিতি এবং ইসরাইলি আগ্রাসন

জারিফের এই বক্তব্যটি এমন সময়ে এসেছে, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে ৪৬ হাজারেরও ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ১০ হাজার মানুষ।

ইসরাইল তার আক্রমণ চালায় মূলত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের একটি আকস্মিক অভিযানের প্রতিক্রিয়ায়। হামাস সেই অভিযানটি পরিচালনা করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের ধারাবাহিক ও বাড়তে থাকা সহিংসতার প্রতিবাদ হিসেবে।

গাজায় ইসরাইলের এই আগ্রাসনে আমেরিকা তাদের প্রধান মিত্র এবং অস্ত্র সরবরাহকারী। শক্তিধর দেশটি একাধিকবার গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে। পাশাপাশি তারা ইসরাইলকে গোয়েন্দা, আর্থিক এবং সামরিক সহায়তা অব্যাহত রেখেছে।

জো বাইডেনের বিদায়ী প্রশাসন গত শুক্রবারও ইসরাইলের জন্য ৮ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির পরিকল্পনার ঘোষণা দিয়েছে। যা গাজার ওপর দমন অভিযান ও আগ্রাসনে সহায়তার অংশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩