শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাংলার আকাশে এখন ঋতুর পালাবদলের নরম ছোঁয়া পবিপ্রবির নতুন কম্বাইন্ড ডিগ্রি কার্যক্রমে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশ সুন্দরবনে অস্ত্রসহ ‘দুলাভাই বাহিনীর’ দুর্ধর্ষ সদস্য আটক দোয়ারাবাজারে মাদ্রাসা নির্বাচন নিয়ে সংঘর্ষ ঈদগাঁওয়ে চোরাইকৃত গরু সহ চোর আটক কমলনগরে মাহফিলের চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ওপর হামলা ইসলামী মাইক্রোফিন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন কুয়েটে স্মার্ট সেবা সম্প্রসারণে গেট এইড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর সংসদ সদস্য হতে নয়, ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে এসেছি : গোলাম আজম সৈকত শিবচরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাদিরা মিঠু চৌধুরীর পক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় এ বি এম আশরাফ উদ্দিন নিজান নীরব নেতৃত্বের এক আলোকবর্তিকা গাজীপুর পূবাইলে বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত ভাড়াটে খুনি দিয়ে হত্যা করানো হয় বিএনপি কর্মীকে স্ত্রী সন্তান হারিয়ে নিঃস্ব দুই পরিবার, চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পন্ন সন্দ্বীপে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও প্রচার উলিপুরে আব্দুল খালেকের মনোনয়নের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন চুনারুঘাটে জুলাই পুনর্জাগরণ- গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় জামায়াতের গণসংযোগে জনসাধারণের ব্যাপক সাড়া শ্রীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী এনামুল হক মোল্লা গ্রেফতার ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে ৫ স্কুলছাত্রী অসুস্থ

পাবনা শহরে সরকারি জায়গা পুনরুদ্ধারে বিএনপি নেতাদের বাধা!

পাবনা শহরের আব্দুল হামিদ রোডের সরকারি জায়গা দখল উচ্ছেদ করে পুনরুদ্ধারে সময় বাধা দেয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে আব্দুল হামিদ রোডস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, রাজনৈতিক ও স্থানীয় প্রভাবে দীর্ঘদিন ধরে আবদুল হামিদ রোডের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করছিল বেশ কিছু লোকজন। সম্প্রতি সেইসব স্থাপনা উচ্ছেদ করে পাবনা পৌর ও জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে নিজেদের সামনে উদ্ধার হওয়া জায়গায় সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দুপুরের দিকে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা এসে বাধা দেয়।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরে তারা চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, আওয়ামী লীগের সময় বিপুল পরিমাণ মাসিক চাঁদার বিনিময়ে সেখানে বেশকিছু চায়ের দোকান বসিয়ে ব্যবসা করছিলেন লোকজন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার উপ-পরিচালক ড. জামাল উদ্দীন জানান, ডিসি স্যার ও সড়ক বিভাগের নির্দেশে আমরা সেখানে কাজ করছিলাম। কিন্তু কেউ কেউ আবদার করে লোক বসাতে হবে। আমরা জানিয়েছি‌ জায়গায় সংরক্ষণ করতে যা করণীয় তাই করবো ইনশাআল্লাহ। কোনো দোকানপাট করে কোনো যানজট করা যাবে না। শেখ তুহিন এসেছিলেন, তাদের দাবি এখানে লোক বসাইতে। আমরা বলেছি- আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবো। এর জন্য যে প্রটেকশন দেয়ার আমরা দেব।

অর্থনৈতিক লেনদেনের কথা অস্বীকার করে পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন বলেন, ওখানে কিছু দোকান ছিল সেই দোকানগুলো উঠে দিয়েছে। পরে দোকানদাররা আমার কাছে, বগার কাছে আসছিলো। আমরা তাদের (কৃষি অফিস) বলেছি অফিসও দেখতে হবে আবার গরীব মানুষদেরও দেখতে হবে। কিন্তু তারা বললো তারা সেখানে ছবি আঁকাবে ফুল গাছ টুলগাছ লাগাবে। পরে অনেক কথা হলো, এরপর আমরাও মেনে (তাদের সিদ্ধান্ত) নিয়েছি। তারপর দোকানদারদের ডেকে এনে আলাদা বসার কথা বলেছি। এখানে টাকার লেনদেন হবে কেন তাদের (দোকানদার) সঙ্গে আমার ৩৫ বছরের সম্পর্ক। তাদের সমস্যাগুলো আমাদেরই তো সমাধান করতে হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩