বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
মোংলায় ধানের শীষের প্রচার প্রচারণার জন্য নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারী (মঙ্গলবার) বাদ আছর উপজেলার চিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিউটি মার্কেটে ৭ ও ৮নং ওয়ার্ড কতৃক আয়োজিত উঠান বৈঠকের আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা ও সাবেক চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব হাওলাদার,চিলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, চিলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইলিয়াস শেখ সহ এছাড়াও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় আবু হোসেন পনি বলেন, বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি সব সময় সামনের দরজা দিয়ে আসছেন,১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচন এই নির্বাচনে ধানের শীষের পদপ্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আমরা সবাই এখন থেকে ধানের শীষের হয়ে কাজ করবো যাতে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি এই উঠান বৈঠকের উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩