রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৭৩ তম কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারী) সকাল ১১টায় ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান। এ সময় তিনি বলেন, কুষ্ঠ রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে কুষ্ঠ রোগীর কোনো ধরনের শারীরিক জটিলতা থাকে না। কুষ্ঠ রোগ নিয়ে সামাজিক কুসংস্কার দূর করতে সবাইকে সচেতন হতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, কুষ্ঠ রোগীরা সমাজের বোঝা নয়, বরং সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এজন্য সরকার ও বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মমিনুর রহমান, টিএল সিএ মো,গোলাম রব্বানী, কুষ্ঠ বিভাগের মশিউর রহমান, আলো সোসাইটির ক্যাশিয়ার মো. সোলায়মান আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা কুষ্ঠ রোগীদের প্রতি বৈষম্য বন্ধ ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কুষ্ঠ রোগ নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩