মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলা অডিটোরিয়ামে  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল জেলার জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধসহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

সভায় শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে উপস্থিত সকলের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনিব এবং বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনার বাস্তবায়নে আমি সর্বোচ্চ ত্যাগ, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবো।”

তিনি আরও বলেন, “মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক ব্যাধি বর্তমানে সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।”

মতবিনিময় সভাটি উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩