বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট সদর প্রতিনিধি:
জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার মনোনয়নপত্র আপিলের মাধ্যমে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না তার জন্য।
এর আগে যাচাই-বাছাইয়ে সাবেকুন নাহার শিখার মনোনয়নপত্র প্রাথমিকভাবে অবৈধ ঘোষণা করা হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়ন বৈধ হওয়ার প্রতিক্রিয়ায় সাবেকুন নাহার শিখা বলেন, “জয়পুরহাট-১ আসনের সম্মানিত মানুষদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সালাম। নির্বাচন কমিশনের এই রায় শুধু আমার ব্যক্তিগত বিজয় নয়, এটি ন্যায়, গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার বিজয়।”
তিনি আরও বলেন, “আমি মাঠে ছিলাম, আছি এবং থাকব। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে দুর্নীতিমুক্ত, উন্নয়নবান্ধব ও মানবিক জয়পুরহাট গড়াই আমার অঙ্গীকার। দল নয়, মানুষই আমার শক্তি।”
মনোনয়ন বৈধ হওয়ায় এলাকায় তার সমর্থকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে সাধারণ মানুষের পক্ষে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেকুন নাহার শিখা জয়পুরহাট-১ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে তিনি ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩