রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এ কর্মসূচি পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগের কোনো তুলনা নেই। তিনি আজীবন আপসহীনভাবে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগের পথ ধরেই দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি, যাতে দেশের গণতন্ত্র নিশ্চিত হয়। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মাতা’ বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের জন্য তিনি নিজের সবকিছু উৎসর্গ করেছেন, কারাবরণ করেছেন এবং গুরুতর অসুস্থতার মধ্যেও দেশের বাইরে যাননি। তিনি বলতেন, “এই দেশের মাটিই আমার একমাত্র ঠিকানা।”
এ সময় পবিপ্রবির বিভিন্ন অনুষদের বিএনপি পন্থী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩