বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের সার্বিক সহযোগীতায় পরীক্ষায় পৌরসভার বিভিন্ন কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের ৩৬০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জানা যায়, পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তত্বাবধানে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে ফলাফলের ভিত্তিতে ৩০% বৃত্তির আওতায় আসবে। এর মধ্যে ১০% ট্যালেন্টপুলে ও ২০% সাধারণ গ্রেডে বৃত্তি পাবে।
আইরিন আফরোজ ও মারুফ হোসেন নামে দুই শিক্ষার্থী বলেন, মেধাবৃত্তি পরীক্ষা দিতে পেরে আনন্দিত। এসব পরীক্ষায় অনেক কিছু শেখা যায়।
কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী এনামুল হক বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে এই বৃত্তি চালু করেছি। পর্যায়ক্রমে বৃত্তির কার্যক্রম পুরো উপজেলায় পরিচালিত হবে।
বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, বৃত্তি পাওয়াই জীবনের শেষ লক্ষ্য নয়, বরং সততা, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলাই প্রকৃত শক্তি। যারা বৃত্তি পাবে, তারা যেন অহংকারে নয় বরং দায়িত্ববোধে এগিয়ে যায়। আর যারা বৃত্তি পাবে না, তারা যেন হতাশ না হয়ে আরও বেশি মনোযোগ ও অধ্যবসায়ের সঙ্গে সামনে এগিয়ে চলে।
তিনি আরো বলেন, আসুন আমরা সবাই মিলে শিক্ষাকে ভালোবাসি, জ্ঞানচর্চাকে জীবনের অংশ বানাই এবং ভবিষ্যতে একজন ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলি।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন আজকে শত প্রতিকূলতার মধ্যে অভিভাবক ও এলাকার শিক্ষিত অংশিজনদের সহযোগিতায় কাজী এনাম ফাউন্ডেশন এর উদ্যোগে চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজে সহযোগিতার যে মেধাবৃত্তি কার্যক্রম শুরু হয়েছে। আমি শেষ বয়সে আমার চাওয়ার কিছু থাকবে না। সততা নিষ্ঠা এবং নৈতিকতার মধ্য দিয়ে এই মেধা বৃত্তি কার্যক্রমটা যেন ভবিষ্যতে চালু থাকে সেজন্য সকলের সহযোগিতা কামনা করি।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন চৌদ্দগ্রাম ফ্রি ক্যাডেট স্কুল, ইকরা রেসিডেন্সিয়াল স্কুল, কসমিক রেসিডেন্সিয়াল স্কুল, বিয়াম ল্যাবব্যাটারি স্কুল, কবি নজরুল একাডেমি, আদর্শ রেসিডেন্সিয়াল স্কুল, সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দিস করার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএ করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাটিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাল্গুন করা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ পৌরসভার বিভিন্ন প্রাইমারি বিদ্যালয় কিন্টার গাডেন ছাত্র-ছাত্রী বৃন্দ অংশগ্রহণ করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩