বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

চৌদ্দগ্রামে পৃথক সড়কে ঝড়লো নারী পুরুষের প্রাণ

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মো সাহিন মিয়া(২০) ও মমতাজ বেগম (৭৫)নামের নারী-পুরুষ নিহত হয়েছেন। নিহত সাহিন রংপুরে জেলার গংগাছড়া থানার তালপট্টি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আর নিহত হাজেরা বেগম বাতিসা ইউনিয়ন ডলবা গ্রামের ধন মিয়ার স্ত্রী।

প্রথম ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পৌরসভা চাটি তলা রাস্তার মাথায়, অপর ঘটনাটি ঘটেছে বাতিসা ইউনিয়ন আটগ্রাম শরিফপুর সড়কের ডলবা এলাকায়। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তোফায়েল জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটায় চৌদ্দগ্রাম বাজারের ইব্রাহিমের মুদি দোকানের কর্মচারীর শাহীন অটোরিকশা যোগে চৌদ্দগ্রাম বাজার যাচ্ছিলেন পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চাটিতলার রাস্তার মাথায় পিছন থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক অটো রিক্সাকে ধাক্কা দিলে শাহীন-সড়কে ছিটকে পড়লে একই গাড়ি তাকে পিষে চলে যায়। ঘটনাস্থলে শাহিনের মৃত্যু হয়।

অপরদিকে শুক্রবার সকাল সাড়ে নয়টা সময় আটগ্রাম শরিফপুর আঞ্চলিক সড়কে ডলবা গ্রামের রাস্তার মাথায় মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ বেগম নামের এক বৃদ্ধা নারী আহত হয়। মোটরসাইকেল চালক স্থানীয়দের সহায়তা আহত নারীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান মোবারক হোসেন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক যুবক ও এক বৃদ্ধাকে মৃত অবস্থায় স্থানীয় লোকজন নিয়ে আসে। আমরা তাদেরকে মৃত ঘোষণা করে লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছি।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। মহাসড়কে স্বাভাবিক রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩