মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহে ১১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন যারা ‎সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তার উপর হামলা, ভল্টের চাবি ছিনতাই পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এমএ হান্নান গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক সুনামগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী ঘোষণা দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী প্রফেসর ড. এ জেড এম জাহিদ মনোনয়ন পাওয়ায় বিরামপুরে আনন্দ মিছিল কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদা কে বিএনপির প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত মাদারীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো মনোনয়ন বঞ্চিত হওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ চুরি-ছিনতাইয়ে নাস্তানাবুদ সুয়ালকাবাসী কুড়িগ্রামের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত রাজবাড়ী-১ আসনের ধানের শীষ প্রতীক পেলেন আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন এডভোকেট ফজলুর রহমান ‎কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতীর বিষাক্ত ‘লায়নফিশ’ কুয়াকাটা হাসপাতালে জামায়াতের হুইলচেয়ার প্রদান কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ পেলেন সাইফুর রহমান রানা রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান গাজীপুরে শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে মৃত্যু

ট্রাক ভর্তি ৩০০ বস্তা চাল ছিনতাই, ৪০ দিন পর গাজীপুর থেকে খালি ট্রাক উদ্ধার

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

চালক ও হেলপারের চোখ বেঁধে অস্ত্রের মুখে পুলিশ পরিচয়ে ৩০০ বস্তা চাল বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলা মিরশ্বানী এলাকা থেকে গত ১৫ জানুয়ারিদ ট্রাকটি ছিনতাই করা হয়েছিল। প্রায় ৪০ দিন পর চৌদ্দগ্রাম থানা পুলিশ রোববার গাজীপুর থেকে ট্রাকটি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এছাড়া উদ্ধার করা সম্ভব হয়নি চালও।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ সোমবার সকালে কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ১৭ জানুয়ারি ট্রাকের মালিক সাদ্দাম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ১৪ জানুয়ারি বগুড়ার রেলগেটের তিনমাথা এলাকা থেকে কিবরিয়া ট্রেডার্স অটো রাইস মিলের ১৫ টন চাল (৩০০ বস্তা) নিয়ে ট্রাকটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে। চালগুলোর বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। ১৫ জানুয়ারি ভোরে ট্রাকটি মহাসড়কের মিরাশ্বানী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস ট্রাকটি গতিরোধ করে। এ সময় ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের পোশাক পরে নিজেদেরকে পুলিশ পরিচয় দেয়। এক পর্যায়ে তারা চালক মো.মিরাজুল ইসলাম ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক থেকে নামিয়ে তাদের মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় চালক মিরাজুল ইসলাম ও হেলপার রবিউল ইসলামকে প্রথমে চোখ বেঁধে এবং পরে হাত-পা বেঁধে মহাসড়কের কালিকাপুর দৌলবাড়ি এলাকায় ফেলে দিয়ে চাল বোঝাই ট্রাকটি নিয়ে উধাও হয়ে যায়।
ট্রাকটির চালক মিরাজুল ইসলাম বলেন, যারা অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক নিয়ে গেছে তারা পুলিশের পোশাক পরা এবং তাদের হাতে পিস্তল ছিলো। তারা গাড়ি থামিয়ে আমাকে ট্রাক থেকে নামতে বলে। এ সময় তারা বলে আমার ট্রাকের ভেতরে অবৈধ মাদকদ্রব্য রয়েছে। গাড়ির কাগজপত্র দেখাতে বলে। আমি কাজগপত্র দেখাতে চাইলে তারা আমি এবং আমার সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে তাদের ব্যবহৃত গাড়িতে তুলে চোখ এবং হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাত দল আমাদেরকে দৌলবারী স্কুলের সামনে ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় রোববার ট্রাকটি খালি অবস্থায় গাজীপুর সিটির বাহাদুরপুর এলাকা হতে বাংলা বাজারমুখী রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা লুট হওয়া চাল উদ্ধার করা সম্ভব হয়নি। ছিনতাইয়ে জড়িতদের ধরতে পুলিশের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩