বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

চৌদ্দগ্রামে বিজয় দিবসে জামায়াতের বিশাল যুব র‍্যালিতে কেন্দ্রেীয় সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল হালিম

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আবুল হাসনাত মোঃ আবদুল হালিম বলেছেন, আমরা একটি আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ চাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহাদ্যপূর্ণ বাংলাদেশ চাই। গত ৫৪ বছরে অর্থ্যাৎ একাত্তর পরবর্তী যারা শাসন ক্ষমতায় এসে দুর্নীতি উপহার দিয়েছে, এ বিজয় মাসে আমাদের অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ। তারুণ্য নির্ভর বাংলাদেশ। আলেম ওলামাদের সম্মান ও ইজ¦তের বাংলাদেশ।

আজকে মানবিক বাংলাদেশের রূপকার ও স্বপ্নদ্রষ্টা ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একটি ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে সকল মানুষের মর্যাদা এবং সম্মান সমুন্নত হবে, ইনশাআল্লাহ। আর এ বাংলাদেশে চৌদ্দগ্রামের উন্নয়নের নেতৃত্ব দেবেন জামায়াতের নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের।

আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জন্য বিজয় অপেক্ষা করছে মন্তব্য করে তিনি আরো বলেন, গত ১৮ বছরের অন্যায় দুঃশাসনের কবলে অনেক মানুষ খুন, পঙ্গু ও গৃহহারা হয়েছে। ফেব্রুয়ারি মাসের বিজয় হবে নির্যাতিতদের জন্য আনন্দের। আর দুঃশাসকদের জন্য হতাশার। তাই, আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ ও আ’লীগের ফ্যাসিশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভুমিকা পালন করবো।

তিনি আরও বলেন, যারা পালিয়ে গেল, তাদের আবার ছলে-বলে কৌশলে যারা ভিন্ন নামে আনার জন্য পাঁয়তারা করছেন, এ স্বপ্ন বাস্তবায়িত হবে না। ওসমান হাদীর রক্তের মধ্য দিয়ে গতকাল শহীদ মিনারে আধিপত্যবিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। এজন্য আসুন, ফ্যাসিষ্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার মধ্যদিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের জন্য আমরা এগিয়ে যাবো।

মঙ্গলবার বিজয় দিবসে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশাল যুব র‌যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান।

উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সহকারী সেক্রেটারী আবদুর রহিম, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, আবদুল হাকিম, শাহজালাল টিপু, পৌর নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, জামায়াতের পৌর সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে জামায়াতের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল যুব র‍্যালি অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩