মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধিঃ
হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্পন্দনকক্ষে এসভার আয়োজন করা হয়।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল-এনসিডিসি প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উদ্বোধনী ব্যক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর চট্টগ্রাম বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডাঃ শাহীনুল ইসলাম ও সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডাঃ উদিত প্রয়াস সিকদার, লজিষ্টিক অফিসার রাফিউল ইসলাম রনি, ফিল্ড মনিটরিং অফিসার মাহমুদ হাসান প্রমূখ।
কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রেনে সরকারের এই কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল কলেজের শিক্ষকদের ভূমিকার উপর জোড় দেয়া হয়। প্রশিক্ষণে উপজেলার ২২টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি ও কম্যুনিটি গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩