শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রহস্যজনক লাশ উদ্ধার, শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন মোকামতলা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চৌদ্দগ্রামে ভারতীয় নাগরিক আটক এইচএসসি পরীক্ষার্থী খুন, চার বসতঘর পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা চৌদ্দগ্রামে দেশী মদসহ ৪ জন আটক ইংলিশ চ্যানেল সাঁতারে ইতিহাস গড়ার পথে হাওর পাড়ের হিমেল চৌদ্দগ্রামে ফার্মেসি দোকানে নেই ফার্মাসিস্ট, চলছে ওষুধ বেচাকিনা পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে শহীদদের স্মরণে দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ রাজাপুরে সরকারি গাছ বিক্রির অভিযোগ সরকারি প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দুই দশক পর প্রথমবার পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামলো বাংলাদেশ ওয়ানডে দল চৌদ্দগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৫৭ মামলায় ৫৯ আটক বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার, আত্মহত্যার পথ বেঁচে নিলেন কলেজ শিক্ষার্থী আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম মাভাবিপ্রবির ফরহাদ হোসেন পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের

মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। রাশেদুল ইসলাম ওরফে রাইস্যা ওরফে বাবু (২৪), ২। মোঃ নাইম (২৩) ও ৩। মনির হোসেন মঞ্জু (২৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

শনিবার (২৩ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৪:৩০ ঘটিকায় মতিঝিলের এজিবি কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করার সময় থানার টহল পুলিশ গোপন সংবাদ পায় যে, এজিবি কলোনী এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েকজন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ৪:৩০ ঘটিকায় থানার টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টার একপর্যায়ে উল্লিখিত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো।

মতিঝিল থানা সূত্রে আরো জানা যায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩