শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিবচরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাটে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট -২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত উসমান হাদীর ওপর গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ওসমান হাদীর সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল ২৫ বছর পূর্তিতে চবির পরিবেশ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল কুবিতে শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান মুরাদনগরে অবৈধ মাটি কাটা ও অনুমতিহীন নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযান বান্দরবান-৩০০ নং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন মাঠে নামছেন কে এস মং পবিপ্রবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ জয়মনিতে এক রাতে ৪টি দোকান চুরি আপনার প্রত্যাশাই আমার ইশতেহার: নূরুল ইসলাম ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশ: আমাদের অর্জন কোথায়? জাবিতে ছাত্রশক্তির নবীনবরণে দাওয়াত পায়নি জাকসু শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট সদর প্রতিনিধি:

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরবিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ।

এসআই ফুয়াদ আহমেদ জানান, দুপুরের দিকে হিরো আলমকে থানায় আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

স্ত্রী রিয়া মনির মামলার ভিত্তিতেই গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা গেছে, হিরো আলমের স্ত্রী রিয়া মনি সম্প্রতি থানা পুলিশে একটি মামলা দায়ের করেন। মামলাটি পারিবারিক বিরোধ, ব্যক্তিগত বিবাদসহ কয়েকটি অভিযোগকে কেন্দ্র করে করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত প্রক্রিয়া হিসেবে হিরো আলমকে গ্রেপ্তার করে।

থানায় চলছে জিজ্ঞাসাবাদ গ্রেপ্তারের পর হিরো আলমকে হাতিরঝিল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কী ধরনের বক্তব্য দিয়েছেন বা মামলার বিষয়ে কী বলেছেন—তা এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তদন্ত কর্মকর্তারা জানান, মামলার নথিপত্র ও অভিযোগের ধরন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী পদক্ষেপ পুলিশ জানায়, হিরো আলমকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আদালতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে তদন্ত দল।
তবে থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে—সবকিছু মামলার স্বভাব ও তদন্তের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করবে।

হিরো আলমের পক্ষ থেকে কোনো মন্তব্য জানা যায়নি ঘটনার পর হিরো আলমের পরিবারের সদস্য বা আইনজীবীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে পরবর্তীতে হালনাগাদ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩