শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবন বিহারে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দীপেন দেওয়ান

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের মনোনীত প্রার্থী হিসেবে দায়িত্ব প্রাপ্তির পর দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা ও তারেক রহমানসহ তাঁর পরিবারের সুস্বাস্থ্য প্রত্যাশা করে রাঙামাটির ঐতিহাসিক রাজবন বিহারে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় রাজবন বিহারে উপস্থিত হয়ে তিনি বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারে সংঘধন, অষ্টপরিষ্কার দান এবং দানের পুণ্যফল উৎসর্গ করেন বেগম খালেদা জিয়ার আরোগ্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও সন্তানদের সুস্বাস্থ্য কামনায়।

অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক।

অনুষ্ঠান শেষে তিনি বলেন, “দলের প্রতি আমি কৃতজ্ঞ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং তারেক রহমানসহ পরিবারবর্গের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই দান ও ধর্মীয় আয়োজন সম্পন্ন করেছি। রাঙামাটির বহু ধর্মের মানুষের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”

ধর্মীয় এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাথেরু। তাঁর নেতৃত্বে বৌদ্ধ ভিক্ষুগণ দোয়া, পাঠ ও দানগ্রহণের বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গ সম্পন্ন করেন। ভিক্ষুগণ শান্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ আশীর্বাদ পাঠ করেন।

অনুষ্ঠানে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পরিবারের সদস্যদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবোজ্যোতি চাকমা, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ও নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমাসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বিহারের অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রাঙামাটির পার্বত্য জনগোষ্ঠীর ধর্মীয় ঐতিহ্য, শান্তি ও সম্প্রীতি রক্ষায় তাঁর প্রত্যাশা ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩