মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাউফলে ভূমিহীনদের জমি দখলের চেষ্টা প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁওয়ের উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও ইসলামাবাদ সুনামগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা শ্যামনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সেবা সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান আটক চৌদ্দগ্রামে বিদ্যুতস্পৃষ্টে কিশোর জয়ের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার গণধোলাই দিয়ে ৩ ডাকাতকে পুলিশে সোপর্দ মেট্রোরেল দুর্ঘটনায় প্রাণহানি চৌদ্দগ্রামে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ গ্রামবাসী পাঁচবিবি জামায়াতের বিশাল নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী এক নারী নিহত কোম্পানীগঞ্জে ১,৮৩০ বোতল ভারতীয় মদ আটক ষষ্ঠ ও সপ্তম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন বিএনপি নেতা নাসিম আকনের জানাজায় জনসমুদ্র, দাফন সম্পন্ন আলোচিত সংবাদ প্রসঙ্গে কুবি উপাচার্যের বিবৃতি নাসির নগরে র‍‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ জন ভাসানী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘বাঁধন’ এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দৈনিক স্টার লাইন পত্রিকা অফিস পরিদর্শন করলেন ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ট্যুর: মাঠ পর্যায়ে শিক্ষা ও অভিজ্ঞতা

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের দ্বিতীয় টার্মের শিক্ষার্থীরা তিন দিনের একটি কৃষি সম্প্রসারণ ট্যুর সম্পন্ন করেছেন।

গত ২১ থেকে ২৩ অক্টোবরে অনুষ্ঠিত এই ট্যুরটি বাস্তবায়নে সহযোগিতা করে বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এই ট্যুরের মূল উদ্দেশ্য ছিল “উপজেলা পর্যায়ে কৃষি প্রযুক্তি, জৈব সার ও বালাইনাশক ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং কৃষি সম্প্রসারণ কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ।” গাইড টিচার হিসেবে ছিলেন প্রফেসর ড. মো. বশির আহমেদ এবং প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।

প্রথম দিন সকালে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তরিকুল ইসলাম। তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যক্রম ও অর্গানোগ্রাম সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। পরে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন কৃষি অধিদপ্তরের কাঠামো ও কার্যক্রম তুলে ধরেন। দুপুরে উপসহকারী প্ল্যান্ট প্রোটেকশন অফিসার ধ্রুবজ্যোতি সরকার ধানের রোগবালাই ও জৈব বালাইনাশক ব্যবহারের পদ্ধতি প্রদর্শন করেন।

দিনের শেষে শিক্ষার্থীরা ফুলতলা ব্লকের ‘পার্টনার’ প্রকল্পের আওতাধীন একটি ডেমোনস্ট্রেশন প্লট পরিদর্শন করেন। সেখানে কৃষকরা শিখন স্কুল, লাইন ও লোগো মেইনটেইন করে চারা রোপণের পদ্ধতি ও প্রযুক্তি সম্প্রসারণের কৌশল প্রদর্শন করেন।

দ্বিতীয় দিন শিক্ষার্থীরা বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস পরিদর্শন করেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় প্রায় ৩৪ হাজার কৃষি পরিবার রয়েছে।

এদিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম, আর মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান উপজেলার মৎস্যসম্পদ উন্নয়ন ও চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কৃষি ব্যাংক বটিয়াঘাটা শাখার ম্যানেজার মো. জাহিদুল ইসলাম কৃষি ঋণ, ভর্তুকি ও ব্যাংকিং খাতের ভূমিকা তুলে ধরেন। এছাড়া এটিআই-এর অতিরিক্ত কৃষি অফিসার কে. এম. মাক্সুদুন্নবী প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে গুড এগ্রিকালচার প্র্যাকটিস (GAP) বাস্তবায়নের লক্ষ্য ব্যাখ্যা করেন।

শেষ দিনে শিক্ষার্থীরা পূর্ব মোহাম্মদনগর সুরিখালী গ্রামের কৃষক লঙ্কেশ্বর মণ্ডলের ব্রি ধান ৮৭ এর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। সেখানে তারা পোকামাকড় দমন ও জৈব বালাইনাশক ব্যবহারের পদ্ধতি সরাসরি পর্যবেক্ষণ করেন। এ সময় খুলনা জেলার অতিরিক্ত উপপরিচালক (প্ল্যান্ট প্রোটেকশন উইং) মেহগনি ফল থেকে জৈব বালাইনাশক তৈরির প্রক্রিয়া হাতে-কলমে দেখান।

ট্যুরের শেষে শিক্ষার্থীরা সাচিবুনিয়ার একটি ভার্মি কম্পোস্ট প্লান্ট পরিদর্শন করেন। উপসহকারী কৃষি কর্মকর্তা জীবনানন্দ রায় সার তৈরির প্রক্রিয়া হাতে-কলমে দেখান এবং মাটি ও ফসলের স্বাস্থ্যে এর প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করেন।

এই কৃষি সম্প্রসারণ ট্যুরের মাধ্যমে শিক্ষার্থীরা মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠান ও প্রশাসনের কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা অর্জন করেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তারা কৃষি উন্নয়নের বহুমাত্রিক দিক সম্পর্কে সচেতনতা ও বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।

শিক্ষার্থীরা মনে করেন, মাঠপর্যায়ে প্রদর্শনী প্লট ও কৃষকদের অভিজ্ঞতা থেকে শেখা প্রযুক্তি ভবিষ্যৎ জীবনে প্রয়োগের অনুপ্রেরণা জোগাবে যা কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। তাদের মতে, প্রাণিসম্পদ, মৎস্য, সমাজসেবা ও ব্যাংকের মতো সংস্থাগুলোর অংশগ্রহণ গ্রামীণ উন্নয়নের সামগ্রিক প্রেক্ষাপট বুঝতে সহায়তা করেছে। এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কৃষি গবেষণা, সম্প্রসারণ ও নেতৃত্বের পথে বাস্তবভিত্তিক প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩