মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের সঙ্গে দীর্ঘদিনের গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে জাপানের নারা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (NAIST)। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনজন গ্র্যাজুয়েট এনএআইএসটিতে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।
এই সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আজ রবিবার (১৩ অক্টোবর) খুলনা বিশ্ববিদ্যালয়ে আসেন এনএআইএসটি-এর ভাইস ডিন ও প্রফেসর নাওয়ুকি ইনাগাকি (Naoyuki Inagaki) এবং প্রফেসর ইয়াসুমাসু বেশো (Yasumasa Bessho)। সফরকালে তাঁরা ফার্মেসি ডিসিপ্লিন আয়োজিত এক সেমিনার ও মতবিনিময় সভায় অংশ নেন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অতিথিদের স্বাগত জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, “আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনএআইএসটির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হলে শিক্ষার্থী ও গবেষকরা বৈশ্বিক গবেষণায় অবদান রাখতে পারবেন।”
এসময় এনএআইএসটির প্রতিনিধিরা বলেন, বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্স ক্ষেত্রে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধি করতে তাঁরা আগ্রহী। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, এই সরাসরি মতবিনিময়ের মাধ্যমে আগামীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করা যাবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩