বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ

নোবিপ্রবিতে কুবি শিক্ষার্থীদের তিন পুরস্কার অর্জন

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন কনফারেন্স ২০২৫– এ তিনটি পুরস্কার অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন শিক্ষার্থী।

রবিবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়ী শিক্ষার্থীরা।

গত ৯ থেকে শুরু হয়ে ১১ অক্টোবর পর্যন্ত চলে সম্মেলনটি। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কারপ্রাপ্ত তিনজন প্রতিযোগী হলেন– মোঃ মাইনুল ইসলাম, শাহরিয়ার আহমেদ রামিম এবং আফিফা তাসমিয়া খান। এরমধ্যে মাইনুল স্পেশাল মেনশন-১ (ইউএনসিএসটিডি কমিটি), আফিফা আউটস্ট্যান্ডিং ডেলিগেটেড (ইউএনসিএসটিডি কমিটি) এবং রামিম স্পেশাল মেনশন-২ (আইইউসিএন কমিটি) পুরস্কার লাভ করেন। পুরস্কার হিসেবে তাদের সার্টিফিকেট এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত তিনজনই কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের পক্ষ হতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এছাড়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন এর সাবেক সভাপতি হাসিন মাহতাব মাহিন ইন্টারন্যাশনাল প্রেস কমিটিতে এডিটর ইন চিফ এবং বর্তমান সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় ভাইস-চেয়ারপার্সন (ইউএনসিএসটিডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

পুরস্কার জয়ী মাইনুল ইসলাম বলেন, ‘এটি ছিল আমার প্রথম জাতীয় পর্যায়ের কনফারেন্স। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা করা সহজ ছিল না। কিন্তু নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। দিন শেষে যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম জাতীয় মঞ্চে উচ্চারিত হলো, সেই মুহূর্তটা ছিল সত্যিই গর্ব আর আবেগে ভরা। আমি এই অর্জনটা উৎসর্গ করছি আমার ক্লাবের সকল সদস্যকে, যাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না।’

আরেক পুরস্কার জয়ী আফিফা তাসমিয়া খান বলেন, ‘এটি ছিল আমার প্রথম ন্যাশনাল সম্মেলনে এবং এই পুরস্কার অর্জন আমার জন্য এক বিশেষ প্রাপ্তি। ইনশাল্লাহ! এই ন্যাশনাল অভিজ্ঞতার হাত ধরে আমি আরও ভালো কিছু অর্জনের চেষ্টা করব আমার বিশ্ববিদ্যালয় ও আমাদের প্রিয় ক্লাবের জন্য।’

শাহরিয়ার আহমেদ রামিম বলেন, ‘এই কনফারেন্স আমার জন্য ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা। জাতীয় পর্যায়ে অংশ নিয়ে পুরস্কার অর্জন করা সত্যিই এক অবর্ণনীয় অনুভূতি। শুরুতে একটু ভয় আর অনিশ্চয়তা ছিল, কিন্তু প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখেছি। নিজেকে, আমার বিশ্ববিদ্যালয়কে এবং আমাদের ক্লাবকে প্রতিনিধিত্ব করার দায়িত্বটা আরও গভীরভাবে বুঝেছি। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ!’

এই সফলতায় কুবি মডেল ইউনাইটেড নেশনসের সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, ‘এই সাফল্যের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন আবারও জাতীয় পর্যায়ে নিজেদের সক্ষমতা ও নেতৃত্বের পরিচয় তুলে ধরেছে। ইনশাল্লাহ! এই ধারা অব্যাহত থাকবে এবং আমি তাদের সফলতায় খুশি। এই অর্জন শুধু আমাদের ক্লাবের নয় বরং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩