মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ কুবিতে মেডিক্যাল সেবা চলবে রাত আটটা পর্যন্ত কুড়িগ্রামে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ আসাল মিশিগান চ্যাপ্টারের নতুন কমিটি গঠন কুমিল্লা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি স্বপন সম্পাদক রাকিবুল নজরুল বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, ৬ লাখ মিটার কারেন্ট জাল কুড়িগ্রামে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে মুন্সিগঞ্জে খেলাফত মজলিসের স্মারকলিপি জাবি প্রেসক্লাবের সাথে জাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ; পারস্পরিক সহযোগিতার আশ্বাস নাগেশ্বরীতে অ্যানথ্রাক্স বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রামে অ্যানথ্রাক্স বিষয়ে সচেতনতা বাড়াতে মাংস ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার আচরণে ৭২ ঘণ্টার আলটিমেটাম চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে অবৈধ সিগারেট জব্দ ঝালকাঠির রাজাপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ দুধকুমারের ভাঙনে অর্ধশতাধিক পরিবার বাস্তুহারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অনশন ধর্মঘট খানাবাদ ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রী ও সমাজ কল্যাণ সংস্থার নতুন সদস্য আহ্বান

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

আসন্ন ৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামীকাল ১০ অক্টোবর (শুক্রবার) ঢাকাগামী ৬টি বিশেষ বাসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র পরীক্ষার প্রবেশপত্রধারী শিক্ষার্থীরাই এই বিশেষ পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন।

জানা যায়, ৪৯তম বিসিএস পরীক্ষার সব কেন্দ্র রাজধানী ঢাকায় নির্ধারিত হওয়ায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন এই যাতায়াত সুবিধার উদ্যোগ নেয়। এ কাজে প্রশাসনের পাশাপাশি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সার্বিক সহযোগিতা করেছে। এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে পরিবহন সুবিধার দাবিতে একটি স্মারকলিপি জমা দেয়।

দর্শন বিভাগের শিক্ষার্থী নওশাদ আল সাইম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই শিক্ষার্থীবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এবং সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সক্ষম হবে।’

‘নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির’ ফেসবুক গ্রুপের মাধ্যমে পরীক্ষার্থীদের সংখ্যা নির্ধারণ করে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর জন্য এই পরিবহন ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আগারগাঁও রুটে তিনটি করে মোট ছয়টি বাস চলবে। বাসগুলো আগামীকাল ভোর সাড়ে ৪টায় নজরুল ভাস্কর্য থেকে ছেড়ে যাবে।

প্রকাশিত সিটপ্ল্যান অনুযায়ী, প্রতিটি বাসের প্রথমাংশ নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত, এবং গন্তব্য অনুযায়ী পরীক্ষার্থীদের বাস নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, ‘পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বাসের জন্য স্মারকলিপি দিয়েছিলাম এবং এ বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করেছি।’

শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির জানান, ‘প্রশাসনের উদ্যোগে বাস সেবা নিশ্চিত হয়েছে। আমরা পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত, সিটপ্ল্যান তৈরি ও সমন্বয়ের কাজ করেছি। আমাদের লক্ষ্য ছিল পরীক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে যাত্রা নির্বিঘ্ন করা।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. আহমেদ শাকিল হাসমী বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের পর উপাচার্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে তাঁর নির্দেশনায় এই বিশেষ বাস সেবার ব্যবস্থা করা হয়েছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩