শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ভারতীয় ৪৪০ বোতল মদসহ পিকআপ ভ্যান আটক শ্রীবরদীতে তালা ভেঙ্গে পরীক্ষা নিলেন ইউএনও মাভাবিপ্রবিতে অপ্রীতিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে আটক দুই সন্তানের মা প্রার্থিতা স্থগিতের পর নতুন চমক, নাদিরা মিঠু বিএনপির মনোনীত প্রার্থী কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক ডিমলায় কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ দোয়ারাবাজার সীমান্তে চেলা নদীতে বালু উত্তোলনকালে মাটি চাপায় যুবক আহত মাদারীপুরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থী চারঘাটে পৌরসভা মাস্টার প্ল্যান সংক্রান্ত বিষয়ে পরামর্শকরণ সভা চারঘাটে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত লালপুরে ছেলের প্রতি অভিমান, মায়ের মর্মান্তিক আত্মহত্যা ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে সলিয়াবাকপুরে শ্রমিকদলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত কমলনগরে চকলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা বাউফলে মানসিক ভারসাম্যহীন ছেলের আগুনে পুড়ে গেল ঘর খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘Career Path and Higher Education Expo-2025’ অনুষ্ঠিত শেরপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী আলোচনা সভা নাসির নগরে ০৮ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশের ১২তম

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ স্থান অর্জন করেছে। র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ১২০১–১৫০০ ব্যান্ডে অবস্থান করছে এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম স্থানে রয়েছে।

‎আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় নামিয়েছে। এর মধ্যে ১৯টি সরাসরি র‍্যাঙ্কিংয়ে , আর বাকি ৯টি রিপোর্টার হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তবে কোনো বাংলাদেশি বিশ্ববিদ্যালয় প্রথম ৮০০-এর মধ্যে জায়গা করে নিতে পারেনি।

‎র‍্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

‎এবার ১০০১ থেকে ১২০০ এর মধ্যে স্থান পেয়েছে ৬টি বিশ্ববিদ্যালয়—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

‎তাছাড়া ১২০১ থেকে ১৫০০ এর মধ্যে স্থান পেয়েছে আরও ৬টি বিশ্ববিদ্যালয়—মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ দুপুরে তাঁর অফিসে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন আমাদের র‍্যাঙ্কিং যাত্রায় প্রাথমিক এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং এ পরিবারের সবার। যেকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী শিক্ষকতা ও দায়িত্ব পালনের পাশাপাশি মেধাবী শিক্ষার্থী ও তরুণ গবেষকদেরকে মানসম্মত গবেষণা পরিচালনা করছেন তাদেরকে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান।

‎তিনি জানান Quacquarelli Symonds (QS) র‍্যাঙ্কিং ও জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির উপর ভিত্তি করে টাইমস হায়ার এডুকেশন কর্তৃক প্রদত্ত ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ ও র‍্যাঙ্কিং কমিটি এ বছরের শুরু থেকে কাজ করে আসছে।

‎ সম্প্রতি এ কমিটি কিউএস র‍্যাঙ্কিং সিস্টেম এর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া শাখার ম্যানেজার রামি আওয়াদ কে নিয়ে ওয়েবিনার আয়োজন করে। সবার সম্মিলিত প্রয়াস থাকলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরো সম্মানজনক বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিয়ে যাওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎ মাভাবিপ্রবি গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা Times Higher Education (THE)-এর বিশ্ব র‍্যাঙ্কিংয়ে স্থান অর্জন করেছে, যা আমাদের জন্য এক ঐতিহাসিক ও গর্বের অর্জন। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের একাগ্র পরিশ্রম, নিষ্ঠা ও গবেষণায় উৎকর্ষের ফল। এটি প্রমাণ করে যে, সীমিত সম্পদেও দৃঢ় নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব। মাভাবিপ্রবি দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়ন, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে আসছে। এই স্বীকৃতি আমাদের সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বাক্ষর। বিশ্ববিদ্যালয়ের এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির জন্য নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের জন্যও এক বিশাল অনুপ্রেরণা।আমরা বিশ্বাস করি, এই অর্জন ভবিষ্যতে আরও উন্নত গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবনী কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে। দেশের শিক্ষার্থীদের জন্য এটি হবে আত্মবিশ্বাসের উৎস এবং আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের একটি দৃঢ় পদক্ষেপ।

‎মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হ্নদয় হোসাইন বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে। এটি আমাদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের জন্য অনুপ্রেরণা যোগাবে। আশা করি ভবিষ্যতে আরও ভালো গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পাবে।”

‎শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

‎এই বছর বিশ্বের ৩,১১৮টি বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। শীর্ষস্থান দখল করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে আছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT), এবং তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে প্রিন্সটন ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩