শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’-এর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশীদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকদের সংগঠন ইউট্যাব ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর সদস্যদের এক জরুরি যৌথ সভা ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশীদের সভাপতিত্বে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ে ‘‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’’ নামে গঠিত সংগঠনটির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনান্তে সংগঠনটির বৈধতা সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব বরাবর পত্র প্রেরণ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলীয় ঐক্য রক্ষার স্বার্থে সংগঠনটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল যাতে দলীয় ঐক্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩