বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে দক্ষিণ কোরিয়ায় মাভাবিপ্রবি উপাচার্য

মো:জিসান রহমান,‎ মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে সে দেশে সফরে গেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করবেন।

‎সফরকালে উপাচার্য চলমান উন্নয়ন সহযোগিতা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, যৌথ গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করবে। এ সময় তার সঙ্গে রয়েছেন প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ। উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান।

‎দক্ষিণ কোরিয়ার সফর প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন,
‎“দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম প্রযুক্তি-অগ্রসর দেশ হিসেবে পরিচিত। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল শিল্প, জীবপ্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা ও গবেষণা অবকাঠামো—সব ক্ষেত্রেই তাদের অবদান প্রশংসনীয়। এ সাফল্যের পেছনে অন্যতম কারণ হলো বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জিডিপির ৪% এর বেশি গবেষণা ও উন্নয়নে (R&D) ব্যয় করা, যা বিশ্বে শীর্ষস্থানীয়। সীমিত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও শিক্ষা ও প্রযুক্তি খাতে যুক্তিসঙ্গত বিনিয়োগের মাধ্যমে কোরিয়ার উন্নয়ন আমাদের জন্য বড় অনুপ্রেরণা। কোরিয়ান জাতি পরিশ্রম ও সততাকে প্রাধান্য দেয়, যা তাদের উন্নয়ন পরিকল্পনাকে টেকসই করেছে। তাই কোরিয়ার অভিজ্ঞতা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।”

‎তিনি আরও জানান, কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে মাভাবিপ্রবির যৌথ শিক্ষা প্রকল্পের অংশ হিসেবে সফরটি হচ্ছে। সফরের অংশ হিসেবে তিনি মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো-এর বিভাগ ও ল্যাব ঘুরে দেখেন এবং একটি লেকচার প্রদান করেন। এ সময় মাভাবিপ্রবির পরিচিতি তুলে ধরে শিক্ষার মান উন্নয়নে বিশেষ করে গবেষণা, সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্রে কোরিয়ার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অধ্যাপক ড. হ্যাং মুক চো-এর আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন।

‎উল্লেখ্য, মাভাবিপ্রবি ও কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী ২০২২-২০২৯ মেয়াদে “বাংলাদেশের মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা সক্ষমতা শক্তিশালীকরণ” শীর্ষক সাত বছর মেয়াদি সরকারি উন্নয়ন সহায়তা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (NRF) অনুমোদিত এবং কোরিয়া প্রজাতন্ত্রের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পে আধুনিক ল্যাবরেটরি প্রতিষ্ঠা, Outcome Based Education (OBE) কারিকুলাম প্রণয়ন, উন্নত অটোমোটিভ গবেষণা কেন্দ্র স্থাপন, প্রশিক্ষণ-ওয়ার্কশপ আয়োজন, যৌথ গবেষণা সহযোগিতা এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

‎প্রকল্পটির প্রধান গবেষক (PI) হিসেবে দায়িত্ব পালন করছেন কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হ্যাং মুক চো। তার আমন্ত্রণেই মাভাবিপ্রবির উপাচার্য আলোচনাসভা এবং গত তিন বছরের একাডেমিক কার্যক্রমের উপস্থাপনায় অংশগ্রহণ করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩