বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ এবং বিভাগের প্রথম ব্যাচের মাস্টার্স সম্পন্নকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের “গাহি সাম্যের গান” মঞ্চে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সমাজবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে কাউকেই বসে থাকতে হয় না। এনজিও, করপোরেট প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে সমাজবিজ্ঞানের শিক্ষার্থীরা নেতৃত্বের আসনে কাজ করছেন। এই বিভাগের কারিকুলামে বাস্তবধর্মী শিক্ষা ব্যবস্থা থাকায় শিক্ষার্থীরা বের হয়েই ভালো অবস্থান নিতে সক্ষম হচ্ছে। সমাজবিজ্ঞান এমন একটি বিষয়, যা অন্যান্য বিভাগের পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত থাকে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা ক্ষেত্রেই সমাজবিজ্ঞান রয়েছে। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই; তোমাদের মেধাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করবে।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আরও বলেন, “প্রথম দিন থেকেই নিয়মিত মনোযোগ দিয়ে ক্লাস করলে ভবিষ্যৎ বিশ্বে কৃতিত্বের সাথে টিকে থাকতে পারবে।”
অনুষ্ঠানের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সবার সার্বিক সাফল্য কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম। বিভাগের প্রধান মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রভাষক সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন প্রভাষক খাদিজা খাতুন ও রাশেদ হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে সাইকি মানকিন তার অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অতিথিবৃন্দ নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন। এক পর্যায়ে সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক প্রকাশিত সিলেবাসের মোড়ক উন্মোচন করেন প্রধান ও বিশেষ অতিথিরা। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩