বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

নজরুল বিশ্ববিদ্যালয়ে “Let’s Talk 3.0”–এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বক্তৃতা ও প্রেজেন্টেশন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “Let’s Talk 3.0”–এর গ্র্যান্ড ফাইনাল।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (এসডিসি) এই আয়োজন করে।

প্রাথমিক পর্ব পেরিয়ে নির্বাচিত আটজন প্রতিযোগী ফাইনালে অংশ নেন এবং সেরা হওয়ার লক্ষ্য নিয়ে নিজেদের প্রস্তুত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ব্যবস্থাপনা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম আহমেদ রাহি। প্রথম রানার আপ নৃবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাসিবুল হক খান অর্ক এবং দ্বিতীয় রানার আপ দর্শন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশকা আলম।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন এসডিসি’র সহ-সভাপতি মো. সামিউল ইসলাম সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি।

বিচারকের দায়িত্ব পালন করেন এলাহি বিডি’র প্রতিষ্ঠাতা ও সিইও জুনায়েদ কবির শিহাব, উর্মি গ্রুপের এইচআর প্রফেশনাল মো. ইবনুল হায়দার নাকিব, এবং ডিওলিটো’র সহকারী অডিটর মো. জাহিদুল হাসান।

উপস্থাপনা শেষে বিচারকবৃন্দ এবং এসডিসি’র সভাপতি মো. মোস্তাকিম অংশগ্রহণকারীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, “Let’s Talk 3.0 আয়োজন আমাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, পাবলিক স্পিকিং দক্ষতা ও নেতৃত্বের মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য অনুপ্রেরণার প্ল্যাটফর্ম হবে।”

পরবর্তীতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্লাবের পক্ষ থেকে বেস্ট লিডার, ডেডিকেটেড লিডার, বেস্ট অর্গানাইজার এবং ডেডিকেটেড অর্গানাইজার সম্মাননা প্রদান করা হয়।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত ও সৃজনশীল পরিবেশ। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রতিযোগিতাটিকে পরিণত করেছে আত্মবিশ্বাস ও সৃজনশীলতা প্রদর্শনের এক অনন্য মঞ্চে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩