শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ববিতে ১ বছরের প্রকল্পে তিন মাস পর পিডি নিয়োগ এয়ার অ্যাম্বুলেন্সে নিজ বাড়িতে নেওয়া হলো নিহত খুবি শিক্ষার্থীর মরদেহ বিসিএস পরীক্ষার্থীদের সুবিধায় বাস সার্ভিস দেবে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদারীপুরে অসচ্ছল ৬ পরিবারকে বিনামূল্যে গাভী বিতরণ অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মাদারীপুরে ঠিকাদারের লাশ কবর থেকে উত্তোলন লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের যুবক মাদক সম্রাট নিখিল চৌধুরী পুলিশ এর হাতে আটক ঘাতকের দেখানো ঝোপ থেকে অটোরিকশা চালকের কঙ্কাল উদ্ধার প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে অগণিত শারীরিক উপকার মাদারীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কড়া হুঁশিয়ারি শাহজাদপুরে আসন্ন দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাত্র সাত মাসে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই মাভাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ৪৭তম বিসিএস প্রিলিতে শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস সাজেক থেকে আর ফেরা হলো না খুলনা বিশ্ববিদ্যালয়ের রিংকির মহিপুরে নিরাপদ পানি ক্যাম্পেইন, সুস্থ জীবনযাপনে সচেতনতার বার্তা ।। নজরুল বিশ্ববিদ্যালয়ে “Let’s Talk 3.0” সেমিফাইনাল অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪৯ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাকে শোকজ দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না, ডিসি সিফাত মেহনাজ

ববিতে ১ বছরের প্রকল্পে তিন মাস পর পিডি নিয়োগ

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রণয়নের লক্ষ্যে ১ বছর মেয়াদী সমন্বিত ফিজিবিলিটি স্টাডি প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে প্রকল্প অনুমোদনের তিন মাস পরে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোস্টাল এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক।

বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব এস এম ইমরুল হাসানের সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। এর আগে গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়নের জন্য ৩ কোটি ৯ লাখ টাকা অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বরাদ্দে শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের আবাসন, চিকিৎসা, খেলাধুলা ও সাংস্কৃতিক সুবিধাসহ মোট ২৪টি খাতের আওতায় ৩৩টি স্থাপনার সম্ভাব্যতা যাচাই করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত (১ বছর)।

সম্ভাব্যতা যাচাই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ৫টি , ৫ তলা বিশিষ্ট ছাত্র হল ২টি ও ছাত্রী হল ১টি ,ট্রেজারার ও ডিনদের জন্য ১টি করে বাসস্থান ,সিনিয়র টিচার্স কোয়ার্টার ১টি , হল প্রভোস্টদের বাসভবন ১টি , অফিসার বা জুনিয়র টিচার্স ডরমেটরি ২টি , ৩য় শ্রেণী এবং ৪র্থ শ্রেণীর কোয়ার্টার ১টি , মেডিকেল সেন্টার ১টি , গেস্ট হাউজ ১টি , গবেষনা কেন্দ্র ১টি ,সিনেট ভবন ১টি ,পরিবহন , পরিকল্পনা ও প্রকৌশল ভবন ১টি , শিক্ষক ক্লাব ১টি , জিমনেসিয়াম ১টি , অডিটরিয়াম ১টি , ওপেন থিয়েটর ১টি , শহীদ মিনার ১টি , প্রাথমিক বিদ্যালয় ১টি , প্রস্তাবিত পুকুর ৪টি , প্রোভিসির বাসস্থান ১টি ও চাহিদা অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থা ও অভ্যন্তরিণ রাস্তা নির্মাণ।

এদিকে, প্রকল্প অনুমোদনের সময় থেকে প্রায় এক-চতুর্থাংশ পেরিয়ে গেছে। এতে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে বাস্তবায়নে চাপ তৈরি হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা দপ্তরের একাধিক কর্মকর্তা ।

তারা জানান, উন্নয়ন প্রকল্পের প্রাথমিক জরিপ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত শুরু না হলে পরিকল্পনা প্রণয়নে দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। এতে করে প্রকল্পের মেয়াদ বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

তবে নতুন নিয়োগ পাওয়া পিডি ড. হাফিজ আশরাফুল হক দায়িত্ব গ্রহণের পর প্রকল্পকে সময়মতো সম্পন্ন করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সংকট অনেক । তাই এ প্রকল্পটি আমাদের জন্য আশার আলো। আমি সর্বোচ্চ চেষ্ঠা করবো কাজটি দ্রুত সময়ের করে ফেলার। এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা চাচ্ছি।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩