শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শ্রীবরদীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎কুবি ভর্তি পরীক্ষায় ২০০ গজে ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ মিছিল-সমাবেশ লালমনিরহাটের মোঘলহাট সিমান্ত থেকে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি জাজিরার সেনেরচরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক : নতুন অধ্যাদেশ জারি মান্দায় আগামী সংসদ নির্বাচনে জামায়তের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ : খ.ম আব্দুর রাকিব শেরপুরে সহিংসতার ঘটনায় সরকারের নিন্দা: জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল সন্তানদের জন্য নিরাপদ কালিয়া গড়তে চাই : ওবায়দুল্লাহ কায়সার জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াত নেতা নিহত দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ হরিণাকুন্ডুতে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারী আটক বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাউফল ২ টি দোকান আগুনে পুড়ে ছাই চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা

দুই দশক পর প্রথমবার পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামলো বাংলাদেশ ওয়ানডে দল

 

মোঃ নাসরুল্লাহ সাকিব, ঢাকা প্রতিনিধিঃ

বাংলাদেশ ক্রিকেট আজ ইতিহাসের এক ব্যতিক্রমী মোড়ে পা রাখলো। দীর্ঘ ২০ বছর ও ৩৩১টি ওয়ানডে ম্যাচ পর এমন এক বাংলাদেশ দল মাঠে নামলো, যেখানে একাদশে দেখা মিললো না দেশের ক্রিকেটের কিংবদন্তি পাঁচ ক্রিকেটারের—মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ক্রিকেটপ্রেমীরা যাদের ‘পঞ্চপাণ্ডব’ নামে জানেন।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে এই যুগান্তকারী মুহূর্তটি ঘটে। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ, যার হাত ধরেই ওয়ানডেতে বাংলাদেশ দলের নতুন নেতৃত্বযাত্রা শুরু হলো।

২০০৫ সালের ৪ সেপ্টেম্বর সর্বশেষ একবার এমন হয়েছিল যখন বাংলাদেশের ওয়ানডে একাদশে এই পাঁচজনের কেউই ছিলেন না। কাকতালীয়ভাবে সেদিনও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা এবং ভেন্যু ছিল এই প্রেমাদাসা স্টেডিয়ামই। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৬ উইকেটে। এরপর ২০০৬ সালে সাকিব ও মুশফিক এবং ২০০৭ সালে তামিম ও মাহমুদউল্লাহ জাতীয় দলে অভিষেকের পর থেকে অন্তত একজন ‘পঞ্চপাণ্ডব’ থাকতেন প্রতিটি ম্যাচে।

আজকের ম্যাচের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতায় ইতি টানলো বাংলাদেশ ক্রিকেট। শুরু হলো নতুন প্রজন্মের, নতুন পথচলা।

২০০৫ সালের সেই ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশের একাদশে খেলেছিলেন—জাভেদ ওমর, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, তুষার ইমরান, খালেদ মাসুদ পাইলট, মানজারুল ইসলাম, সৈয়দ রাসেল ও তাপস বৈশ্য।

সেই ম্যাচে মাশরাফি বিশ্রামে থাকায় খেলেননি, আর বাকি চারজনের অভিষেক ঘটে পরবর্তী বছরগুলোতে।

আজকের দিনটি তাই শুধু একটি ম্যাচ নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি যুগের অবসান এবং নতুন এক অধ্যায়ের সূচনা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩