রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
উত্তরের জনপদ নীলফামারীর কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বৃষ্টি বলয় আঁখি বান্দরবানে উৎসবমুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস পালিত মাইন বিস্ফোরণে আহত বিজিবি সেনা সদস্যের মৃত্যু কুমিল্লা-৩ মুরাদনগর হাতপাখা প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত মুরাদনগর ব্লাড ফাউন্ডেশনের ফটো কনটেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন শিকারমঙ্গল প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট (মিনিবার) ফাইনাল সম্পন্ন নাসিরনগর সাংবাদিক ফোরাম এর ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কোম্পানীগঞ্জে পাথরবাহী ট্রাক্টরের চাপায় এক পর্যটক নিহত: আহত-৫ কুয়েটে ‘বেসিক ও মোবাইল জার্নালিজম’ বিষয়ক অর্ধদিবসব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হাল্ট প্রাইজ কুবির উদ্যোগে “ইন্ট্রোডাকশন টু হাল্ট প্রাইজ” শীর্ষক সেশন অনুষ্ঠিত নাসিরনগর সাংবাদিক ফোরাম এর ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ২১ দফা দাবিতে নীলফামারীতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে দুমকিতে কৃষক দলের আলোচনা সভা জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত আজ থেকে জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্র সংসদ গঠনের খসড়া প্রকাশিত নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত নাসির নগরে উৎসাহ উদ্দীপনায় ৫৪ তম সমবায় দিবস পালিত বাকসুর খসড়া গঠনতন্ত্র প্রকাশ, কেন্দ্রীয় সংসদে পদ ২৫ টি

শাহজাদপুরে পানির মধ্যে দাঁড়িয়ে সোনাই নদী খননের দাবি কৃষক ও জেলেদের

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা বড়াল নদীর উত্তর দিক থেকে বেরিয়ে পূর্ব-পশ্চিমমুখী সোনাই নদী এখন হারিয়েছে তার পূর্বের যৌবন। একসময় প্রবাহমান এ নদী এখন পরিণত হয়েছে মৃত খালে। বৈশাখের শেষপ্রান্তে অন্যান্য নদ-নদীতে পানি টইটম্বুর থাকলেও সোনাই নদীর বুকে এখন হাঁটুসমান পানি।

এ অবস্থায় কৃষি ও জীবিকার জন্য নদীর উপর নির্ভরশীল স্থানীয় কৃষক, জেলে ও গোখামারিরা পড়েছেন সংকটে। মঙ্গলবার (৬ মে) দুপুরে তাঁরা পানির মধ্যে দাঁড়িয়ে নদী খননের দাবি করেন।

কৃষক ইসহাক, ফয়জাল ও ফজর আলীসহ আরও অনেকে বলেন, সোনাই নদীর দুই তীরজুড়ে কয়েক হাজার হেক্টর জমিতে ধান চাষ হলেও পানির অভাবে গভীর নলকূপ দিয়ে সেচ দিতে হচ্ছে, এতে খরচ বেড়ে যাচ্ছে বহুগুণে। অন্যদিকে, নৌপথে ফসল পরিবহনে বিঘ্ন ঘটায় বিকল্প হিসেবে মহিষ ও ঘোড়ার গাড়ি ব্যবহার করলেও সেটিও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও জানান, বড়াল, ধলাই ও সোনাই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ বাথান অঞ্চল। হাজার হাজার গবাদিপশুর পানির উৎস এই নদী। পাশাপাশি নদী পথেই প্রতিদিন হাজার হাজার লিটার দুধ পরিবহন করা হয়ে থাকে। অথচ নাব্যতা সংকটে সবই আজ হুমকির মুখে।

নদী খননের দাবি জানিয়ে তারা বলেন, কৃষি, পশুপালন ও নৌযান চলাচল সচল রাখতে দ্রুত সোনাই নদী খনন প্রয়োজন। এ ব্যাপারে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

এ বিষয়ে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩