বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধি:
কালীগঞ্জ, লালমনিরহাট: “দুনিয়ার মজদুর এক হও, এক হও”-এই স্লোগানকে ধারণ করে লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-২৩৯) জেলা শাখার এক বিশেষ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ ও অধিকার আদায়ের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ রানা মিয়াসহ ৮ ইউনিয়নের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানান, একজন শ্রমিকের জীবন সবকিছুর আগে। সভায় “নিরাপত্তা আগে, পরে কাজ” নীতিটি প্রতিটি নির্মাণ সাইটে বাস্তবায়নের দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যথাযথ সুরক্ষা সরঞ্জাম (PPE) ছাড়া কোনো শ্রমিককে ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা যাবে না।
ঐক্যবদ্ধ হওয়া: সকল নির্মাণ শ্রমিককে অধিকার আদায়ে ফেডারেশনের পতাকাতলে একতাবদ্ধ হওয়ার আহ্বান।
সুরক্ষা নিশ্চিতকরণ: কর্মস্থলে হেলমেট, সেফটি বেল্ট এবং বুট জুতার ব্যবহার বাধ্যতামূলক করা।
মজুরি বৃদ্ধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জ রেখে নতুন মজুরি নির্ধারণ।
তথ্য হালনাগাদ: যেকোনো দুর্ঘটনায় দ্রুত সহায়তা নিশ্চিত করতে ফেডারেশনের অধীনে সকল সদস্যের ডাটাবেস তৈরি করা।
মতবিনিময় সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মোফাজ্জল হোসেন মক্কা। এ সময় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় সদস্য সচিব ও জেলা সভাপতি মোঃ আল আমিন এর অনুমতিক্রমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন কালীগঞ্জ উপজেলা শাখা সভাপতি এস এম সাইদুল ইসলাম ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রানা মিয়া। আরও উপস্থিত ছিলেন ৮ ইউনিয়নের শ্রমিক নেতারা।
সভায় বক্তারা শ্রমিকদের মর্যাদা রক্ষায় আপসহীন থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে, আদিতমারী-কালীগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রোকন উদ্দিন বাবুল-এর পক্ষে সংহতি প্রকাশ করে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সভা শেষে একটি বর্ণাঢ্য রযালি বের করা হয়। রযালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় লিফলেট ও স্লোগানের মাধ্যমে সাধারণ শ্রমিকদের অধিকার এবং কর্মকালীন নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩