বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম , ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় লোহা রড চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। এ সময় চোরাই লোহা রডও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,তারিকুল ইসলাম সম্রাট (২৮), মো. সাজ্জাদ (২৩), হাসনায়েন হানজালা হৃদয় (২৭), বাদশা মিয়া (২৫) ও মাসুদ রানা (২০)। তারা সবাই চুরির ঘটনায় জড়িত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে স্বপনুজ্জামান স্বপনের বসতবাড়ির উঠান থেকে প্রায় তিন মাস আগে বেশ কিছু লোহা রড চুরি হয় । এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, খগার হাট এলাকায় বাদশা মিয়ার ভাঙারি দোকানে চোরাই মালামাল বিক্রি করা হচ্ছে। পরে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) বিষ্ণু কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত দোকান থেকে চোরাই লোহা রড উদ্ধারসহ চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার নিশ্চিত করেছে।
স্থানীয়রা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে চুরি ও অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩