বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটি–২৯৯ নং সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বাঘাইছড়িতে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের পর থেকে বাঘাইছড়ি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা উপজেলা মার্কেট ও চৌমুহনী মার্কেট এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী নিজাম উদ্দীন বাবু। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দীন বাহারী।
এছাড়াও বিএনপি ও এর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন। প্রচারণাকালে বাজার এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ি জনপদের মানুষ উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এডভোকেট দীপেন দেওয়ান একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে রাঙামাটির মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। তারা দাবি করেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে ধানের শীষ প্রতীকের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে।
গণসংযোগ শেষে নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতে বাঘাইছড়ির প্রত্যন্ত অঞ্চলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা, উঠান বৈঠক ও জনসংযোগ কার্যক্রম চালানো হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩