শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
মাহবুব হাসান, নলছটি প্রতিনিধি:
বরিশাল, ২২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বরিশাল রেঞ্জ কার্যালয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত এএসআই (সহকারী সাব-ইন্সপেক্টর) আল আমিন-কে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। ৫ এপিবিএন (উত্তরা, ঢাকা) থেকে পদোন্নতি পেয়ে বরিশাল রেঞ্জে যোগদান করা এই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিয়ে দেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়।
ব্যাজ পরিধানকালে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নূরে আলম মহোদয় বরিশাল আরআরএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার)
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানানোর পাশাপাশি অর্পিত দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সাথে পালনের জন্য বিশেষ দিক-নির্দেশনা প্রদান করেন ডিআইজি মহোদয় নতুন পদের এই অর্জন দেশ ও জনগণের সেবায় আরও উদ্যমী হয়ে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩