মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ মহেশপুর গ্রামে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মহেশপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। রাত সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন হাসপাতালে গিয়ে আহতদের অবস্থার খোঁজ নেন।
আহতরা হলেন ওই এলাকার শিক্ষক ও মসজিদের ইমাম আবু সাঈদ (৩২), স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল সরকার সাদ্দাম (৩০) এবং সেলিম রেজার মা সেলিনা বেগম (৪৫)।
স্থানীয়দের বরাতে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিকেলে আবু সাঈদের বাড়িতে যান। বৈঠক শেষে তিনি এলাকা ত্যাগ করার পর বাড়ির বাইরে থাকা মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে সেলিনা বেগমও আহত হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহত শিক্ষক আবু সাঈদ অভিযোগ করে বলেন মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় এবং পরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
অন্যদিকে জামিল সরকার সাদ্দাম দাবি করে বলেন, তারা পরিবারসহ বিএনপি সমর্থক হওয়ায় এলাকায় হঠাৎ ৫০-৬০টি মোটরসাইকেল ঢুকে পড়ায় তিনি নিষেধ করতে গেলে উল্টো হুমকি ও হামলার শিকার হন।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন জানান আহতদের চিকিৎসা চলছে। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ ঘটনায় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩