বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
লালমনিরহাটে গাছে ঝুলে ছিল এক নবমুসলিমের লাশ ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই : রাতভর অভিযানে গ্রেফতার ৭ ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কুয়েটে ভর্তির আবেদন শুরু : চলবে ২০২৬ সালের জুন পর্যন্ত অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত প্রার্থী আব্দুল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার জবিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সোচ্চারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জৈন্তাপুর থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশ ইন নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপির শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে, গাঁজাসহ ৪ জন আটক বাউফলে গণভোটের প্রচারণায় উঠান বৈঠক ও ভোটকেন্দ্র পরিদর্শন ঢাকায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বসতঘর জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের ঘটনায় একজন গ্রেফতার

নজরুল বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য নবগঠিত এ কমিটি দায়িত্ব পালন করবে।

সোমবার (১২জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিতে স্মরণার্থে আজীবন সভাপতি হিসেবে মরুহুম রাসেদুল ইসলাম-এর নাম সংরক্ষণ করা হয়েছে।

এছাড়া সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসফাক রাকিব।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে বজ্রপাতে প্রাণ হারান রাসেদুল ইসলাম। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি কুমিল্লা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর সভাপতি হিসেবে তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা, নেতৃত্ব ও গভীর ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে সভাপতি পদটি স্থায়ীভাবে তাঁর নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন— নাদিয়া সুলতানা মিশাত, মেহেদী হাসান রনি, জামাল হোসেন, মাহিদুল ইসলাম, নাহিদ সুলতানা শিমু, আল হাসান মিঠু, মাসুদুর রহমান মজুমদার, কামরুল হাসান সৈকত, মোঃ আরমান হোসেন, নাছিম উদ্দিন ভূঁঞা, শাহরিয়ার ইমরান ও আব্দুল কাদের জিলানী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন— রিশফাকুল ইসলাম রামিম, হাবিবুর রহমান, রায়হানা সুলতানা কনা, মিলি আক্তার, মেহেরাজ হোসেন, সাদমান সাদেকিন জিসান, আনিকা নাওয়ার মিম, ইয়াসমিন আক্তার স্মৃতি, মোশাররফ হোসেন, নাজমুল ইসলাম আসিফ, রিফায়েত আলম রাব্বি ও হোসাইন মোহাম্মদ সাব্বির।

বিভিন্ন সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যদের নিয়ে কমিটির পূর্ণাঙ্গ কাঠামো সম্পন্ন করা হয়েছে। কমিটির অনুমোদন দেন কুমিল্লা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসিফ হাসান প্লাবন।

নবগঠিত কমিটি মরহুম রাসেদুল ইসলামের স্মৃতি ও আদর্শ ধারণ করে কুমিল্লা জেলার শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ ও শিক্ষাবান্ধব কার্যক্রমে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নিজ অনুভূতি প্রকাশে নব-নির্বাচিত সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম জানান, ‘সংগঠনের দায়িত্বে আসতে পেরে খুবই আনন্দিত। আজকের এই দিনে কুমিল্লা এসোসিয়েশন এর আজীবন সভাপতি প্রয়াত রাসেদুল ইসলাম ভাইকে শ্রদ্ধার সাথে স্মরন করছি। আমি ওনার অসমাপ্ত কার্যক্রম গুলোকে সমাপ্ত করার পাশাপাশি কিভাবে উক্ত সংগঠন কে আরো শক্তিশালী ও ছাত্র-ছাত্রীদের উন্নয়নে কাজ যায় সে বিষয়ে কার্যকরি পদক্ষেপ নেবো। এই ভ্রাতৃত্বের বন্ধন আজীবন অটুট রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

সাধারণ সম্পাদক বলেন,’সবার আগে আমাদের আজীবন সভাপতি রাসেদ ভাইকে স্মরণ করি। ভাইয়ের হাত ধরে এসোসিয়েশন-এ আসা এবং ভাই থেকে শিখেছি, কিভাবে এসোসিয়েশন-এর জন্য সবটুকু দিয়ে কাজ করতে হয়। তাই সব সময় চেষ্টা থাকবে সততা ও আন্তরিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করার। সবাই দোয়া করবেন।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩