শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
‎কুবিতে শুরু হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন সরকারি অডিটোরিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান খালেদা জিয়ার স্মরণে পূবাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল বাউফলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২ দিনাজপুর-৬ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রবাসী শুকুরের পাশে ‘বন্ধুত্ব মানবসেবা ফাউন্ডেশন’ মোংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ ত্রিশালে পিকাআপ সহ গরু চোর চক্র আটক আমতলীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের মতবিনিময় খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ নীলফামারী-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় চবিতে ভর্তি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন গোয়াইনঘাটের বিএনপির নেতা খোকন কুবিতে টাইম ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পুরো ঢাকার শহর খালেদা জিয়ার জানাজায় পরিনত হয়েছিলো : এবিএম মোশাররফ

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, মহাকালের (১৯৪৫ – ২০২৫) এক আপোষহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিপুর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (৪ ডিসেম্বর) আসরের নামাজের পর মহিপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও তৎসংলগ্ন মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ শোক সভা ও দোয়া মোনাজাতে মহিপুর থানা বিএনপি’র সভাপতি আঃ জলিল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী – ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ।

এতে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন যার কারণে আপনারা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারেন। তিনিই ১৯৭৬ প্রথম সৌদি আরবে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করার ব্যবস্থা করেন যার মাধ্যমে আমরা প্রচুর অর্থনৈতিক মুদ্রা অর্জন করছি এছাড়াও গার্মেন্টস ব্যবসা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম বাংলাদেশে চালু করেন ফলে আজ আমরা এ শিল্প থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে উন্নয়ন করতে পারি।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রথম ভ্যাটের মাধ্যমে রাজস্ব আহরণের ব্যবস্থা প্রবর্তন করেন। সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর গত ৩১ ডিসেম্বর ঢাকায় তার যে জানাজা হয়েছে বিশ্বে এতোবড় জানাজা এখন পর্যন্ত আমরা দেখিনাই। পুরো ঢাকা শহর জানাজার নামাজে পরিনত হয়েছিল। নেত্রীর জানাজায় সকল ধর্মের, বর্ণের, সকল রাজনৈতিক দলের, আপমর জনসাধারণ সবাই তাকে ভালোবেসে সকল মত ভেদাভেদ ব্যতিরেকে তার জানাজায় শরিক হয়েছেন।

বিগত ওয়ান ইলেভেন সরকারের সময় বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা কে মাইনাস টু ফর্মুলায় বিদেশে যেতে বলেছে এবং আমাদের নেত্রী কে তার বাসায় অবরুদ্ধ করে রেখে প্রেসার দেওয়া হয়েছিল কিন্তু বেগম খালেদা জিয়া বিদেশে যান নাই।

তিনি তখন বলেছিলেন, এদেশেই আমার জন্ম এদেশেই আমি মরব, এদেশের মাটি ও মানুষ ছাড়া আমার কোনো ঠিকানা নেই। সুতরাং এজন্যই খালেদা জিয়া কোনো দলের না হয়ে বাংলাদেশের দেশনেত্রী হয়েছেন।

আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন এবং আমাদের নেতা তারেক রহমানের জন্য আমরা দোয়া করবেন। আজকে দেশের সকল শ্রেণী-পেশার বিভিন্ন গোষ্ঠী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং দেশ-বিদেশের বিভিন্ন পর্যায় থেকে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করছে, এথেকেই আমরা অনুমান করতে পারি তারেক রহমানও তার বাবা ও মায়ের মত জনপ্রিয়।ইনশাল্লাহ্ জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবেন। মোশাররফ হোসেন উপস্থিত সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আঃ আজিজ মুসুল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার,কলাপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান,মহিপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক সজীব হাওলাদার, ধুলাসার ও ডালবুগন্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক, থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, থানা ওলামা দল সভাপতি ক্বারী আজিজুর রহমান পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান ও সদস্য সচিব আতিকুর রহমান মিলন, থানা শ্রমিক দল সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ফরাজি, ছাত্রদলের আহ্বায়ক তানজিল আলম ও সদস্য সচিব রেজা সহ থানা কমিটি ও এর আওতাধীন চারটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং মহিপুর থানার ও আশেপাশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরিশেষে মহিপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুবক্কর ও হাফেজ মজিবর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ।

এ শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানটি সন্ঞ্চালনা করেন মহিপুর থানা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩