শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ খুবিতে ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ইনভেনটাম ৪.০” বাঘাইছড়ি ইউনিটের পক্ষ থেকে শফিউল আজমকে সংবর্ধনা প্রদান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার চৌদ্দগ্রামে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে চকলেট বাজি নিক্ষেপ করে রংমিস্ত্রীর কে হত্যা, দুই নারী আটক শিবগঞ্জে “আরিফ হোসেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় হিন্দু যুবকের ফাঁসির দাবিতে কুবিতে মানববন্ধন কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর

কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার

কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের আয়োজনে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. বি. এম. ইকরামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের ফেয়ারে কুয়েটের মোট ২৫টি ক্লাব অংশগ্রহণ করেছে। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. মাকসুদ হেলালী বলেন, “প্রতিটি শিক্ষার্থীকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের দিকেও মনোযোগী হতে হবে। এতে তারা ভবিষ্যৎ জীবনে নিজেদের শ্রেষ্ঠ হিসেবে গড়ে তুলতে পারবে।”

তিনি আরও বলেন, “দেখে ভালো লাগছে যে কুয়েটে সক্রিয়ভাবে ২৫টি ক্লাব কাজ করছে। এসব ক্লাব শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ ও নেতৃত্বগুণ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

উদ্বোধন শেষে উপাচার্য বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন, ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে নবীন শিক্ষার্থীরা ফেয়ার পরিদর্শন শুরু করে। তারা বিভিন্ন ক্লাবের কার্যক্রম সম্পর্কে জানতে পারে এবং নিজের পছন্দের ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পায়। ক্লাব সদস্যদের মতে, এই ফেয়ার নবীন শিক্ষার্থীদের ক্লাব সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলছে এবং তাদের আগ্রহ অনুযায়ী অংশগ্রহণের অনুপ্রেরণা জোগাচ্ছে।

ক্লাব ফেয়ার সম্পর্কে ছাত্রকল্যাণ পরিচালক ড. বি. এম. ইকরামুল হক বলেন, “ক্লাব ফেয়ার নবীন শিক্ষার্থীদের কো-কারিকুলার কার্যক্রম সম্পর্কে জানতে সাহায্য করবে। এর মাধ্যমে তারা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ পাবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩