শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরন ও গাভী পালন প্রশিক্ষন দোয়ারাবাজারের দোহালিয়ায় গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন আওয়ামি লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মহড়া নবীনগর পশ্চিম ইউনিয়নের কয়েকটি গ্রামে ইন্টারনেট সেবার চরম দুরবস্থা পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসকের যোগদান “ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” বাউফলে ড. শফিকুল ইসলাম আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর মহড়া জাবিতে বাড়ানো হলো বিভাগ ভিত্তিক আসন সংখ্যা সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান জব্দ জাবির ১৫ নং ছাত্রী হলে নবীনবরণ, হল সংসদ অভিষেক ও বিদায় সংবর্ধনা কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আওয়ামীলীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে, কুমিল্লা জেলা জাতীয় ছাত্র শক্তি “মশাল মিছিল” বিলাইছড়ি’র ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা দুপুর আড়াইটায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর রাজবাড়ীতে বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল অবহেলা আর কষ্টের প্রতিচ্ছবি: পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের এক অসহায় জীবন মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ

কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার

কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের আয়োজনে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. বি. এম. ইকরামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের ফেয়ারে কুয়েটের মোট ২৫টি ক্লাব অংশগ্রহণ করেছে। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. মাকসুদ হেলালী বলেন, “প্রতিটি শিক্ষার্থীকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের দিকেও মনোযোগী হতে হবে। এতে তারা ভবিষ্যৎ জীবনে নিজেদের শ্রেষ্ঠ হিসেবে গড়ে তুলতে পারবে।”

তিনি আরও বলেন, “দেখে ভালো লাগছে যে কুয়েটে সক্রিয়ভাবে ২৫টি ক্লাব কাজ করছে। এসব ক্লাব শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ ও নেতৃত্বগুণ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

উদ্বোধন শেষে উপাচার্য বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন, ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে নবীন শিক্ষার্থীরা ফেয়ার পরিদর্শন শুরু করে। তারা বিভিন্ন ক্লাবের কার্যক্রম সম্পর্কে জানতে পারে এবং নিজের পছন্দের ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পায়। ক্লাব সদস্যদের মতে, এই ফেয়ার নবীন শিক্ষার্থীদের ক্লাব সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলছে এবং তাদের আগ্রহ অনুযায়ী অংশগ্রহণের অনুপ্রেরণা জোগাচ্ছে।

ক্লাব ফেয়ার সম্পর্কে ছাত্রকল্যাণ পরিচালক ড. বি. এম. ইকরামুল হক বলেন, “ক্লাব ফেয়ার নবীন শিক্ষার্থীদের কো-কারিকুলার কার্যক্রম সম্পর্কে জানতে সাহায্য করবে। এর মাধ্যমে তারা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ পাবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩