মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার (৬ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার শংকরদী ও পাট্টাবুকা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন এক দুবাই প্রবাসী।
স্থানীয়রা জানান, মাদক বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে ওই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালায়। এ সময় ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। হামলায় নেয়ামত উল্লাহ বয়াতি (২৫) নামে এক দুবাই প্রবাসী গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা তাদের ঘরবাড়ি ভাঙচুর করে দুটি গরু, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তারা আরও অভিযোগ করেন, চাঁদার টাকা না দেওয়ায় প্রতিপক্ষরা এই হামলা চালিয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩