বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আজ সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
(২৬ সেপ্টেম্বর) বিকেলে এনায়েতপুর মন্ডলপাড়ায় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর চিকিৎসক মাওলানা সেলিম রেজার সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন সিরকজগন্জ জেলা মজলিশে শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জাল হোসেন সবুজ, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী,থানা কর্ম পরিষদ সদস্য যুব বিভাগের সভাপতি খন্দকার আল আমিন, বাইতুল মাল সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মসজিদ মিশনের সভাপতি ক্বারী আমির হামজা,অফিস সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, কর্মপরিশোধ সদস্য ও সাংগঠনিক সদর ইউনিয়ন আমির মাওলানা আঃ হক প্রমূখ।
বক্তাগণ জোড়ালোভাবে জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা তুলে ধরেন এবং তা বাস্তবায়নের দাবি জানান।
জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা হলো-
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা। অবাদ সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সরকারের লেভেলপেলিং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতি বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশে ২০২৪ এর গণ অভ্যুত্থানে এনায়েতপুর এর তিন শহীদসহ দেশের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ডাকসুর সলিমুল্লাহ মুসলিম হলের নবনির্বাচিত এ জি এস শাহিন আলম। তিনি তার বক্তব্যে বলেন, দোয়া করবেন আমি যেন আপনাদের সন্তান হিসেবে ভবিষ্যতে আপনাদের খেদমত করতে পারি। আমার পরিকল্পনা রয়েছে, আমার এলাকার জন্য আমার সাধ্যমত কাজ করব। তাকে সমাবেশে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩