বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর পৌরসভার ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার খানবাড়ি মসজিদ মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে সংগঠিত হওয়া জরুরি। পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের কর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় আগামী দিনের করণীয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩