শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার ৪টি আসন বহাল রাখার দাবিতে আজ ছিল মোংলা উপজেলার সর্বাত্মক অবরোধ ও হরতাল কর্মসূচি।
রবিবার (২৪ আগস্ট) ভোর ৫টা থেকে শুরু হওয়া হরতাল চলে বিকাল ৫টা পর্যন্ত। এসময় অবরোধের কারণে সড়ক ও নৌপথে সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল।
অচল হয়ে পড়েছে ইপিজেড, শিল্পকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, মাছের আরত, খেয়া,ফেরি পারাপারসহ মোংলা বন্দরের জেটির সকল কার্যক্রম ।
সিইসি কর্তৃক বাগেরহাটের ৪টি আসন থেকে ৩টি আসন করে বিভাজনের সৃষ্টি করায়। এই প্রতিবাদে বাগেরহাট জেলা জুড়ে চলছে সর্বাত্মক হরতাল ও অবরোধ। এই একই হেঁটেছে মোংলা উপজেলাও।
অবরোধ সফল করতে ভোর থেকেই রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। অবরোধের কারণে বাগেরহাটের কোনো উপজেলা থেকেই ভোরে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। অবরোধ সফল করতে ভোর থেকে সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শুধু মাত্র জরুরি সেবা চালু রাখা হয়।
অবরোধ কর্মসূচীতে অংশগ্রহণ করেন , বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
সর্বদলীয় নেতৃবৃন্দ বলেন, সিইসি তার অবস্থান থেকে সরে না আসলে এবং বাগেরহাট-৪টি আসন ফেরৎ না দিলে। লাগাতার আন্দোলন করে। বাংলাদেশ থেকে বাগেরহাট জেলাকে বিচ্ছিন্ন করা হবে। আসন না ফেরানো পর্যন্ত সর্বদলীয় কর্মসূচী চলমান থাকবে এবং এর পরে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দিব।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩