বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি

শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্তির দাবি শাবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের

শাবিপ্রবি প্রতিনিধিঃ

লোকপ্রশাসন বিভাগকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে লোকপ্রশাসন বিভাগের জন্য একটি স্বতন্ত্র কোড সংযোজনেরও দাবি জানিয়েছেন।

আজ রবিবার (১৭ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, ‘লোকপ্রশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান দুটি ভিন্ন বিষয়। শুরুতে দুটি বিষয় একত্র থাকলেও নীতি প্রণয়ন ও বাস্তবায়নের পার্থক্যের কারণে আলাদা করা হয়েছে। দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারের আওতায় আনার দাবি জানিয়েছে। আমরা সেই দাবির সঙ্গে একমত। একইসঙ্গে কলেজ পর্যায়েও এই বিভাগ চালুর দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে শিক্ষার্থী খলিলুর রহমান চাঁদ বলেন, ‘লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি। কিন্তু দুঃখজনকভাবে প্রতিটি সরকারই উদাসীনতা দেখাচ্ছে। এই বিভাগকে সবার আগে শিক্ষা ক্যাডারে যুক্ত করা উচিত, কারণ দেশের অনেক মানুষ প্রশাসন বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন না এবং বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তির শিকার হন। আমরা বর্তমান সরকারের কাছে দ্রুত শিক্ষা ক্যাডার ও স্কুল-কলেজে লোকপ্রশাসন বিভাগ চালুর আহ্বান জানাই।’

অন্য শিক্ষার্থী মাশরুক আর আরফান বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে লোকপ্রশাসন বিভাগের জন্ম হলেও পাঠ্যসূচি ও বিষয়বস্তু প্রায় একই। যদি অন্যান্য বিভাগ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবি জানাতে পারে, তাহলে লোকপ্রশাসন কেন বঞ্চিত হবে? সর্বোত্তম সমাধান হলো এই বিভাগের জন্য একটি স্বতন্ত্র ক্যাডার তৈরি করা, যেখানে কেবল এই বিভাগের শিক্ষার্থীরাই সুযোগ পাবেন।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩