শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩ দফা দাবিতে আন্দোলনে নামছে ববিয়ানরা

 

আবদুল্লাহ আল শাহিদ খান,ববি প্রতিনিধিঃ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর শিক্ষার্থীরা ৩দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন।সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীদের এক উন্মুক্ত আলোচনার পর এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

উত্থাপিত ৩ দফা হলো:
১. বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন(হল, একাডেমিক বিল্ডিং, অডিটোরিয়াম) নিশ্চিত করা।
২.জমি অধিগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি করা।
৩.নিরাপদ পরিবহন পুল নিশ্চিত করা।

দক্ষিন অঞ্চলের মানুষদের উচ্চ শিক্ষা অর্জনের জন্য ২০১১ শালে প্রতিষ্ঠিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই যেনো সরকারের সকল অবহেলা এই বিশ্ববিদ্যালয়টির প্রতি।
দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলেও পরিবর্তন উন্নতি হয়নি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থা।

বিশ্ববিদ্যালয়টির বর্তমানে ১৩ তম ব্যাচের আবর্তন চলছে। এর মধ্যে ৮ টি ব্যাচের স্নাতক ডিগ্রী শেষ এবং ৫ টি ব্যাচ বর্তমানে অধ্যায়নরত রয়েছে। অধ্যায়নরত ৫টি ব্যাচের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১১ হাজার যার।এই ১১ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগে পড়াশোনা করছেন।কিন্তু এই ২৫ টি ডিপার্টমেন্টের বিপরীতে শ্রেনি কক্ষের সংখ্যা রয়েছে মাত্র ৩৬ টি।যার কারনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস রুমের বাইরে তাল তলাতেও ক্লাস নিতে দেখা গেছে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের।

শুধু শ্রেনী কক্ষ সংকটই নয়,বিশ্ববিদ্যালয়টির ১১হাজার শিক্ষার্থী বিপরীতে শিক্ষক রয়েছেন ২১০ জন, যেটি চাহিদার ৪২.৬% আবার এই ৪২% এর ২৫% ই উচ্চতর শিক্ষার জন্য শিক্ষা ছুটিতে রয়েছেন।কিন্তু ২৫ টি বিভাগের জন্য অর্গানোগ্রাম অনুযায়ী ৪৯৩ জন শিক্ষক থাকার কথা।কিন্তু ইউজিসি অনুমোদন দিয়েছে ২৬৬ জন নিয়োগের জন্য। ফলে শিক্ষক সংকটের কারনে প্রায়ই ক্লাস ক্যানসেল হয় যা শিক্ষার্থীদের সঠিক ভাবে সঠিক সময়ে শিক্ষা অর্জনে বাধা প্রদান করে ফলে বিশ্ববিদ্যালয়টিতে অনার্স প্রোগ্রাম ৪ বছর মেয়াদি হলেও শিক্ষার্থীদের এটা শেষ করতে ৫ কিংবা সাড়ে ৫ বছর পর্যন্ত লেগে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের রিডিং রুম।কিন্তু হতাশার বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের রিডিং রুমে সিট রয়েছে মাত্র ১৫০ টি যা একেবারে নগন্য। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

এদিকে আবাসন ব্যবস্থারও বেহাল দশা।১১ হাজার শিক্ষার্থীর জন্য হল রয়েছে মাত্র ৪ টি এবং এই ৪টি হলে মোট আসন রয়েছে মাত্র ২ হাজার।পরিবহনেও নেই কোনো উন্নয়ন,শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস রয়েছে মাত্র ৯ টি এবং বিআরটিসির ১০ টি ভারা কৃত বাস দিয়ে চলছে পরিবহন পুলের কার্যক্রম।

এখন প্রশ্ন হলো একটা বিভাগীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয় হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেনো এই বেহাল দশা? বিশ্ববিদ্যালয়ের এই নাজুক অবস্থার জন্য দায়ী কি?
উত্তর হলো বাজেট এবং সরকারের সুনজরের অভাব।

চলতি অর্থ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট পেয়েছে ২৮৪০ কোটি টাকা সেখানে বরিশাল বিশ্ববিদ্যালয় কোনো বাজেটই পায়নি অবকাঠামো উন্নয়নের জন্য। বাজেটের অভাবে হচ্ছে না নতুন কোনো একাডেমিক ভবন।ববি জন্মের পর থেকেই ৬ তলা বিশিষ্ট মাত্র ২ টি ভবনে হচ্ছে এর শিক্ষা-কার্যক্রম পরিচালনা।

শিক্ষকের অভাব থাকলেও, ২৬৬ জন পর্যন্ত শিক্ষক নিয়োগের অনুমোদন থাকলেও নতুন শিক্ষক নিয়োগ সম্ভব হচ্ছে না। এর পিছনে রুম সংকট কে অনেকে দায়ী করছেন। ৪-৫ জন শিক্ষকের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ১টি রুম যেটা আসলে দুঃখের বিষয়। অন্যদিকে একাডেমিক বিল্ডিং এ জায়গা না হওয়ায় সমাজকর্ম বিভাগের জায়গা হয়েছে কেন্দ্রীয় পাঠাগার ভবনের এক ফ্লোরে।শিক্ষক এবং শিক্ষার্থীদের দাবি এই সকল সমস্যার সমাধান হতে পারে যদি যথাপুযুক্ত বাজেট পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩